রবিবার ● ৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জেলা আইন শৃংখলা ও সমন্বয় কমিটির সভা
রাঙামাটিতে জেলা আইন শৃংখলা ও সমন্বয় কমিটির সভা
ষ্টাফ রিপোর্টার :: (২৫ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.০০মি.) রাঙামাটি জেলা আইন শৃংখলা ও সমন্বয় কমিটির জানুয়ারি মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারী রবিবার বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয় সমম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি সরকারী কলেজের সহকারী অধ্যক্ষ ত্রিবিজয় চাকমা, জেলা শিক্ষা কর্মকর্তা এর প্রতিনিধি অনুতোষ চাকমা, ইসলামিক ফাউন্ডেশন এর সহকারী পরিচালক মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরী, রাঙামাটি, বিটিসিএল এর নির্বাহী প্রকোশলী, আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলম,জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগ, শিক্ষা প্রকৌশল অফিস, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগ,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কাপ্তাই, রাঙামাটি, জেলা খাদ্য নিয়ন্ত্রক, উপকেন্দ্র প্রধান বাংলাদেশ টেলিভিশন রাঙামাটি মো. নাসিমুল হক, রাঙামাটি, জেলা সমবায় কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী পরিচালক বিআরটিএ, রাঙামাটি, জেলা তথ্য কর্মকর্তা, রাঙামাটি চেম্বার অব কমার্স এর সভাপতি বেলায়েত হোসেন ভুঁইয়া, সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সহকারী পরিচালক জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়, ঔষুধ তত্বাবধায়ক , ঔষুধ প্রশাসন, জেলা সংগঠক বাংলাদেশ শিশু একাডেমী অর্চনা চাকমা, প্রাক্তন পৌরসভা চেয়ারম্যান ডা. এ,কে দেওয়ান, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম চৌধুরী, জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার অঞ্জুলিকা খীসা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ মো. কামাল উদ্দিন, জেলা বিএনপি’র সভাপতি শাহ আলম, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, জেলা জাতীয় পার্টির সভাপতি মো. হারুন মাতব্বর, সভাপতি রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন, জেলা পাসপোর্ট ও ইমিগ্রেশন কর্মকর্তা প্রাক্তন সদস্য জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মায়াধন চাকমা, সম্পাদক জেলা রোভার স্কাউটস নুরুল আবছার, সভাপতি জেলা শিক্ষক সমিতি, জেলার উপজেলা সমূহের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় রাঙামাটি জেলা আইন শৃংখলা ও সমন্বয় কমিটির মাসিক সভায় জেলার আইন শৃংখলা বিষয় নিয়ে উপস্থিত সবাই সন্তুষ্টি প্রকাশ করেন।
আগামীকাল ডিজিটাল মেলা উপলক্ষ্যে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে জেলা প্রশাসনের কার্যালয় পর্যন্ত র্যালিতে অংশ গ্রহণ ও বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডিজিটাল মেলা উদ্ভোধন অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য জেলার সর্বস্তরের নাগরিকদের আহবান জানানো হয়।