রবিবার ● ৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পরিব্রাজক দলের তুরাগ নদী পরিদর্শন
গাজীপুরে পরিব্রাজক দলের তুরাগ নদী পরিদর্শন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১১মি.) তুরাগ নদীর পানি প্রতিনিয়ত কমছে। তুরাগে প্রকাশ্যে চলছে দূষণ, বেপরোয়া হয়ে উঠেছে দখলদার চক্র। তুরাগ নদীর অস্তিত্ব এখন হুমকির মুখে।
কহর দরিয়াখ্যাত তুরাগে এ শুষ্ক মৌসুমে চলছে বেপরোয়া দখল উৎসব। নদীর বুকে তৈরি করা হয়েছে পাকা দেয়াল ও নানা ধরনের অস্থায়ী স্থাপনা।
৭ জানুয়ারি শনিবার বাংলাদেশ নদী পরিব্রাজক দল (তুরাগ শাখা) তুরাগ নদীর বিভিন্ন অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব মন্তব্য করেন। সংগঠনটির কর্মকর্তারা গাজীপুরের কড্ডা, কাশিমপুর, জরুন, কারখানা বাজার, বাঘিয়া, সাকাস্বর ও মির্জাপুর বাজারের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মোঃ আলাউদ্দিন, র্যাব-১-এর কোম্পানি কমান্ডার মোঃ মহিউল ইসলাম, নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মনির হোসেন, কার্যনির্বাহী সদস্য রাহিম সরকার, তুরাগ ওয়াটার ওয়াচের প্রেসিডেন্ট মনোয়ার হোসেন রনি ও সাধারণ সম্পাদক সাইফুর উসলাম মোল্লা, নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ আলী হোসেন, মাঈনুল ইসলাম টিপু, সাংস্কৃতিক সম্পাদক গোলাম মোস্তফা খান, গাজীপুর জেলা শাখার সভাপতি মোস্তফা আযাদ ও সাধারণ সম্পাদক মতিউল আলম।
এছাড়া ওই পরিদর্শনে নদী পরিব্রাজক দল তুরাগ শাখার অর্ধ শতাধিক নদী উন্নয়নকর্মী ও নদীবন্ধু উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মোঃ আলাউদ্দিন বলেন, তুরাগ নদীর দূষণ ও দখলের এ চিত্র অত্যন্ত বেদনাদায়ক। আমরা নদী কমিশনের পক্ষ থেকে এর প্রতিকারের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। নদীর দখলদার ও দূষনকারী কেউ রেহাই পাবে না।
মহিউল ইসলাম বলেন, সভ্যতা, সংস্কৃতি ও অস্তিত্বের ধারক এ নদীকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে। তা না হলে দেশের মানচিত্র থেকে এক সময় তুরাগ নামক এ নদীটি হারিয়ে যাবে।
নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মনির হোসেন বলেন, তুরাগ নদীর সমস্যা চিহ্নিত। দখলদার ও দূষনকারী প্রতিষ্ঠান, ব্যক্তিও চিহ্নিত। এখন শুধু তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার পালা। এ ব্যবস্থা নিতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক আন্তরিকতার।