রবিবার ● ৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ধর্ম » উখিয়ায় শীলানন্দ স্থবিরের আগমণ উপলক্ষে প্রস্তুতি সভা
উখিয়ায় শীলানন্দ স্থবিরের আগমণ উপলক্ষে প্রস্তুতি সভা
পলাশ বড়ুয়া :: (২৫ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.২০মি.) পূজনীয় ধুতাঙ্গ ভন্তে শ্রীমৎ শীলানন্দ স্থবির ১৭ মার্চ শুক্রবার উখিয়া উপজেলার উত্তর ভালুকিয়া বিশুদ্ধি দর্শন ভাবনা কুঠিরে আগমন উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন।
৭ জানুয়ারি শনিবার বিকাল ৩টায় কুঠির চত্বরে জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীমৎ কুশলায়ন মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দীপক বড়ুয়া, প্রাক্তন চেয়ারম্যান, ঘুমধুম ইউনিয়ন পরিষদ, মিলন বড়ুয়া ও অধ্যক্ষ নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল কলেজ।
প্রস্তুতি সভায় পশ্চিমরত্ন শাসনতীর্থ সুদর্শন বিহার অধ্যক্ষ শ্রীমৎ শাসনপ্রিয় থের, শ্রীমৎ জ্যোতি মিলন ভিক্ষু সহ বিভিন্ন গ্রাম থেকে আগত বৌদ্ধ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শ্রীমৎ কুশলায়ন মহাথেরকে প্রধান করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।