সোমবার ● ২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভা
স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভা
ষ্টাফ রিপোর্টার :: রবিবার বিকাল ৪টায় রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আইএফআইসি ব্যাংক সংলগ্ন কাঠালতলী রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয় ৷
সভায় গত ২৭ অক্টোবর জাতীয় অনলাইন প্রেস ক্লাব ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) এর নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সাথে সৌজন্য স্বাক্ষাতের সুযোগ দেওয়াতে সর্ব সম্মতিক্রমে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় ৷
জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদকে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) এর প্রধান উপদেষ্টা মনোনীত করায় বনপা’র কার্যনিবাহী কমিটির সকল সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপনকে ধন্যবাদ জ্ঞাপন এছাড়া কঙ্বাজার অনলাইন প্রেস ক্লাবের সভাপতি বনপা’র সহসভাপতি অধ্যাপক আকতার চৌধুরীকে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) এর সাধারন সম্পাদকের দায়িত্ব গ্রহন করায় রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ ও অধ্যাপক আকতার চৌধুরীকে অভিনন্দন জানানো হয়৷
সভায় রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের প্রশিক্ষণ কার্যক্রম ও কমিটি গঠন উপকমিটিসহ রাঙামাটি জেলার অনলাইন মিডিয়ার সাংবাদিকদের কল্যাণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয় ৷
রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে সাধারন সম্পাদক আব্বাস উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সহসভাপতি এসএম রফিক, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দীন চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক জুয়েল দাশ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট লুত্ফুন্নেছা বেগম, তথ্যও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুঁই চাকমা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হালিমা আক্তার প্রমুখ ৷
আপলোড ১ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ২.২০ মিঃ