রবিবার ● ৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের বঙ্গবন্ধু হাই-টেক সিটি পরিদর্শন
রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের বঙ্গবন্ধু হাই-টেক সিটি পরিদর্শন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৫ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৩৪মি.) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান ৭ জানুয়ারি শনিবার বিকালে গাজীপুরের কালিয়াকৈরে ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’ পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও প্রশাসন) সৈয়দ এমদাদুল হক, সামিট টেকনোপলিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা খান এবং বাংলাদেশ টেকনোসিটি লি. এর পরিচালক মো. শাহনুর চেয়ারম্যানকে চলমান নির্মাণ কাজের অগ্রগতি সম্বন্ধে অবহিত করেন।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নির্মাণাধীন মাল্টি ট্যানেন্ট বিল্ডিং, শিল্প ইউনিট, সেবা ভবন এবং বিশ্বের পঞ্চম বৃহৎ ডাটা সেন্টার National iv-Tier Data Centre পরিদর্শণ করেন। এসময় তিনি ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’তে সম্প্রতি চালু হওয়া ‘ন্যাশনাল হেল্প ডেস্ক’ এর কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং এর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে সরকার প্রদত্ত আকর্ষনীয় সুবিধা কাজে লাগিয়ে দ্রুত বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পরামর্শ প্রদান করেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথা দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে বঙ্গবন্ধু হাই-টেক সিটি ব্যাপক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) শাফিয়া আক্তার শিমু, সিনিয়র সচিবের একান্ত সচিব মোহাম্মদ শামছুল ইসলাম এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া এবং সামিট গ্রুপের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।