রবিবার ● ৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কাপ্তাই হ্রদে ভ্রাম্যমান আদালত : ১৪টি স্থানে জাক অপসারন
কাপ্তাই হ্রদে ভ্রাম্যমান আদালত : ১৪টি স্থানে জাক অপসারন
ষ্টাফ রিপোর্টার :: (২৫ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.১২মি.) এশিয়ার তথা বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম লেক কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ সুষ্ঠু সংরক্ষণ, মৎস সম্পদ বৃদ্ধি ও অতি মুনাফা লোভি জেলে এবং ব্যসায়িদের আইনের আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন ও রাঙামাটি জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানে অবৈধ ভাবে তৈরী জাক অপসারনের কাজ শুরু করা হয়েছে।
যৌথ অভিযানের প্রথম দিনে ৮ জানুয়ারি রবিবার রাঙামাটির কাপ্তাই হ্রদের ১৪টি স্থানে তৈরীকৃত জাক অপসারন করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ,বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি কেন্দ্রের উপ মহা ব্যবস্থাপক মাসুদুল আলম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এই সব জাক অপসারন করা হয় বলে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ । তিনি আরো বলেন আমরা এখন জাক অপসারন করে স্থানীয় জনসাধারনকে সচেতন করছি এর পর থেকে আইন প্রয়োগ করে আইন অমান্যকারিদের বিরুদ্ধে আরো কঠিন ব্যবস্থা নেয়া হবে।
রাঙামাটি বিএফডিসি কেন্দ্র সূত্রে জানা গেছে কাপ্তাই হ্রদে জন্য মৎস সম্পদ ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক এই অবৈধ সকল জাক পর্যায় ক্রমে অপসারন করা হবে।