সোমবার ● ৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লস্কর উজির দিঘী
অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লস্কর উজির দিঘী
রাউজান প্রতিনিধি :: বাংলাদেশে প্রতি বছর শীতকাল এলেই আমাদের আশপাশের জলাশয়, বিল, হাওর, পুকুর, দিঘি ভরে যায় বিভিন্ন রঙবেরঙের নানা জাতের অতিথি পাখিতে। এই নাম না জানা অতিথি পাখিরা আমাদের দেশে শীতের সময়ে ভ্রবন করতে আসে।
এই পাখিরা ঝাঁকে ঝাঁকে আমাদের দেশে প্রতি বছরের হাজির হয় নিজেদের জীবনের মোড় পরিবর্তন করার তাগিদে। প্রতি বছর শীতকালে আমাদের দেশে অনেক অনেক অতিথি পাখি অাগমন হয়ে তাকে। ওরা আসে মূলত হিমালয়ের পাদদেশ আর বিভিন্ন দেশ থেকে। এই অতিথি পাখিগুলো দেখতে যেমন সুন্দর, তেমনই সুন্দর এদের গায়ের বাহারি রঙ। ওদের দেখলেই আমাদের মনে অানন্দ চলে অাসে সবার মাঝে।
দেশের শীত আসার সঙ্গে সঙ্গে এরা আমাদের দেশে আসতে শুরু করে। শীত কমতে শুরু হলে ও বিভিন্ন দেশে বরফ গলা শুরু করলে ফিরে যান নিজেদের আপন দেশে। অতিথি পাখিদের দূরদেশে অর্থাৎ আমাদের বাংলাদেশে অাসার প্রধান কারণ এরা প্রচণ্ড শীত পছন্দ করেনা। বিভিন্ন দেশের তুলনায় আমাদের বাংলাদেশে তুলনা মুলক শীত কম, আর চট্টগ্রামে রাউজানেও প্রতি বছরে চলে অাসে ভ্রমণ কারি এই সুন্দর প্রজাতির অতিথি পাখিরা।
শীতের এই মৌসুমে অতিথি পাখি গত কিছু দিন ধরে রাউজান কদলপুর লস্কর উজির দিঘিতে অবস্থান করছে যত সময় যাছে এদের অাগমনও বাড়ছে। এদের প্রাকৃতির সাথে মিশে বিচিত্র স্বরে ডাকতে ডাকতে উড়ে চলে যাওয়া পৃথিবীর সুন্দরতম দৃশ্য। যখন অতিথি পাখিরা সবাই একসঙ্গে জটলা বেঁধে থাকে, কেউ পাখা ঝাপটায়, কেউ কিচিরমিচির করে আর কেউ পানিতে দাপাদাপি করে, তখন কী সুন্দরই না লাগে ওদের দেখতে!