সোমবার ● ৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রোয়াংছড়ি’র উসাই ম্যা মারমা আজ থাইল্যান্ড যাচ্ছে
রোয়াংছড়ি’র উসাই ম্যা মারমা আজ থাইল্যান্ড যাচ্ছে
মো. নুর হোসেন, বান্দরবান প্রতিনিধি :: (২৬ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.২০মি.) বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলা কৃতী সন্তান উসাই ম্যা মারমা ৯ জানুয়ারি সোমাবার থাইল্যান্ডের ব্যাককের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। রোয়াংছড়ি সদর ইউনিয়নে পাহাড় ঘেরা পাদদেশে রোয়াংছড়ি নতুন পাড়া নামের স্থানে তার জন্ম।
তিনি বর্তমানে চট্টগ্রাম এশিয়ান ইউনির্ভাসিটি ফর উইমে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির বিভাগে শেষ বর্ষের ছাত্রী। তার বাবা অংসাজাই মারমা (আচিং) রোয়াংছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের একজন সহকারি উদ্ভিদ সংসক্ষণ কর্মকর্তা। মা ম্যাম্যাচিং মারমা (আচিংমা) রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সহকারি হিসেবে কর্মরত আছেন। এশিয়ান প্যাসিফিক ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামের ডাক পেয়ে সাসটেইনেবল ডেভলাপমেন্ট গোল্ড (এসডিজি) এর ওপর দক্ষতা অর্জনের লক্ষ্যে থাইল্যান্ডের ব্যাংককে যাচ্ছেন।
১০ দিনব্যাপী কর্মশালায় তিনি আদিবাসী জনগোষ্ঠীর পক্ষে প্রতিনিধিত্ব করবেন উসাইম্যা মারমা।
সূত্রে জানা গেছে, ২১টি দেশের জনগোষ্ঠীর প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। আমেরিকা, বাংলাদেশ, ব্রাজিল, হংকং, কম্বোডিয়, চীন, ইন্দোনেশিয়া, কোরিয়া, ভারত, মঙ্গোলিয়া, নেপাল, মায়ানমার, পেরু, পাপুয়ানিউ গিনি, রুমানিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, ফিলিপাইন, তাঞ্জানিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের সহ ২৫০জন প্রতিনিধিরা যোগ দেবেন এ কর্মশালয়।
উসাইম্যা মারমা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন আদিবাসী জনগোষ্ঠীর হয়ে একজন প্রতিনিধিত্ব করতে পরিচয় পাওয়ায় আমি ভিষণ আনন্দিত।
পারিবারিক সূত্রে জানা যায়, ৯ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।
১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ব্যাংককের কর্মশালয় এসডিজি অর্জনের ১৭টি টেশসই উন্নয়নে মধ্যে দিয়ে শিক্ষা গুনগতমানের ওপর দক্ষতা অর্জন করে ২২ জানুয়ারি দেশের ফিরবেন।