সোমবার ● ৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে উন্নয়ন মেলার উদ্বোধন
বান্দরবানে উন্নয়ন মেলার উদ্বোধন
বান্দরবান প্রতিনিধি :: (২৬ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৫২মি.)
“উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে উদ্বোধন হয়েছে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা ২০১৭। ৯ জানুয়ারি সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে উন্নয়ন মেলা ২০১৭ উপলক্ষে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষীণ করে। শেষে জেলা প্রশাসাকের কার্যালয় চত্বরে সহকারী কমিশনার নাজমা বিনতে আমীনের সঞ্চালনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট (শিক্ষা ও আইসিটি) মুফিদুল আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসাক দিলীপ কুমার বণিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন উদয় শংকর চাকমা, জেলা স্থানীয় সরকার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো.শরীফ হোসেন, যুব উযন্নয়নের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.আলতাফ হোসেন প্রমূখ।
এসময় অন্যানদের মধ্য উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন অর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো.মনিরুজ্জামান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া মাস্টার,বান্দরবান টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুম্মিতা খীসা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি, রূপালী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক ও কুটির শিল্প নারী উদ্যোক্তা রূপালী বড়ুয়া,সরকারি বেসরকারী কর্মকর্তা ও শিক্ষ প্রতিষ্ঠানের শির্ক্ষাথীসহ গণমাধ্যম কর্মীরা।
এসময় বক্তারা বলেন“এই উন্নয়ন মেলার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের চলমান উন্নয়ন সাফল্যকে জনগণের সামনে তুলে ধরে তাদের সরকারের উন্নয়ন কাজের সঙ্গে সম্পৃক্ত করা। পাশাপাশি সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সরকারের সাফল্য প্রচার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনগণকে উদ্বুদ্ধ করা।
মেলায় স্টল এর মধ্যে রয়েছে যথাক্রমে বান্দরবান জেলা প্রশাসন, উপলো প্রশাসন স্টল, বান্দরবান প্রাথমিক শিক্ষা স্টল, ইসলামিক ফাউন্ডেশন, বান্দরবানের সকল ব্যাংক এর সমন্য় স্টল,বান্দরবানের ইসলামিক বীমা প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স ও ফারিস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স স্টল, পুলিশ প্রশাসন স্টল, একটি বাড়ি একটি খামার প্রকল্প স্টল জেলা মহিলা অধিদপ্তর স্টল, সমবায় সমিতি স্টল, বান্দরবান জেলা তথ্য অফিস স্টল, বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর স্টল, বান্দরবান স্বাস্থ ও পরিবার পরিকল্পনা বিভাগসহ উন্নয়ন মেলায় জেলা উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রায় ৫২টি উন্নয়ন সেবা প্রদানকারী স্টল এবারের উন্নয়ন মেলায় স্থান পেয়েছে।