সোমবার ● ৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » শেখ হাসিনার উন্নয়ন মেলায় বিকল্প গানে মাতোয়ারা দেশবাসী
শেখ হাসিনার উন্নয়ন মেলায় বিকল্প গানে মাতোয়ারা দেশবাসী
মেহের আলী বাচ্চু মেহেরপুর প্রতিনিধি :: (২৬ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.২৬মি.) শেখ হাসিনার উন্নয়ন মেলায় একটি গান নিয়ে দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে গানটির শিরোনাম সাবাস ডিজিটাল দেশমাতা শেখ হাসিনা গানটি লিখেছেন ও সুরোকার ওয়াসিম সাজ্জাদ (লিখন) ,সাবেক জি এস,ভিপি মেহেরপুর সরকারি কলেজ ছাত্র সংসদ ,সাবেক সাধারন সম্পদাক জেলা ছাত্রলীগ বর্তমান সাধারন সম্পদক জেলা কৃষকলীগ মেহেরপুর । গানটির কন্ঠ দিয়েছেন চ্যানেল আই খুদে গানরাজ উদয়। গানটি শোনার পরে জনণনের মধ্যে ব্যাপক ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে । মুক্তিযোদ্ধাদের সপক্ষের সকল মানুষ গানটি শোনার পর গিতিকার ও সুরকার কে অভিনন্দন জানিয়েছেন।
কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান গানটি আওয়ামীলীগের সব ধরনের নিবাচনী প্রচারনায় কাজে লাগানো যাবে। চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জিপু চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান । চুয়াডাঙ্গা উন্নয়ন মেলায় এ গানটি ৩ দিন বাজবে। মেহেরপুর সরকারী কলেজ সহকারী অধ্যাপক আবদুল্লা আল-আমীন (ধুমকেতু) সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান গানটি লেখক ও গায়ক কে আমি বাংলী জাতির পক্ষে থেকে জানায় অভিনন্দন। মেহেরপুর সদর উপজেলার সহকারী ভুমি কমিশনার শুভ্র দাস সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষে থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে পাঠানো হবে। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবাহক কবির হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গানটি লেখক ও সুরোকার সাধারন সম্পদক জেলা কৃষকলীগ মেহেরপুর ওয়াসিম সাজ্জাদ লিখনকে চুয়াডাঙ্গা জেলাবাসির পক্ষে থেকে লাল গোলাপ শুভেচ্ছা।
কুষ্টিয়া জেলা আইনজীবি সমিতি অন্যতম সদস্য মিটু দেওয়ান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান,লিখনের লেখা গানটি বর্ষ সেরা হয়া দরকার। কুষ্টিয়া জেলা মহিলা মুক্তিযোদ্ধা লুলুই জান্নাত সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান,আমি ব্যাক্তি গত ভাবে গানটি শুনেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো সরকারী ভাবে গানটি পৃষ্ঠপোষকতা করিবার জন্য।
৭নং সাহাবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান আমার বড় ভাই ওয়সিম সাজ্জাদ (লিখন) কে প্রান ঢালা অভিনন্দন।
৯নং ইউপি চেয়ারম্যান গোলাম সাকলাইন (সেপু) সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান মেহেরপুর বাসী খুব আনন্দ উপভোগ করিতেছে।
মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুল আলম(শান্তি) সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান,আমি ওয়াসিম সাজ্জাদ(লিখন) মাননীয় প্রধানমন্ত্রী ৮ বছরে উন্নয়ন উপর একটি গান লেখা জন্য অনরোধ করেছিলাম সে গানের আজ ৩ জেলাসহ দেশবাসী মাতোয়ারা ।
অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান ওয়াসিম সাজ্জাদ (লিখন) ভাই লেখা গানটি শোনার পরে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমস্ত উন্নয়ন এক কথায় বলতে পারবে।