মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » গাজীপুরে উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরে উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় চত্বরে ২ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র (ইউ.এল.ডি.সি) ভবনের ভিত্তিপ্রসত্মর স্থাপনের উদ্বোধন করা হয়েছে ৷
ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদ আহসান রাসেল৷
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদ আহসান রাসেল, বিশেষ অতিথি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অখিল চন্দ্র, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন, মহিলা ভাইচ চেয়ারম্যান হাসিনা বেগম, গাজীপুর সিটি করপোরেশনের ২৮,২৯,৩০ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর এডভোকেট আয়েশা আক্তার, গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মো. রফিজ উদ্দিন, জেলা স্বেচ্ছসেবক লীগের যুগ্ন আহবায়ক মো. শাহজাহান সাজু প্রমুখ৷
জেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরীনারি সার্জন ডা. মো. মোখলেছুর রহমান গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উন্নয়নমূলক কার্যক্রমের তথ্যচিত্র মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে প্রদর্শন করেন৷
পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভি এফ এ মো. নুরুল ইসলাম৷আপলোড ৩ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ সময় : বিকাল ৪.৬মিঃ