মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » জনদুর্ভোগ » সংস্কারের অভাবে বিলীন হচ্ছে বৈরাগী-আমতৈল সড়ক
সংস্কারের অভাবে বিলীন হচ্ছে বৈরাগী-আমতৈল সড়ক
মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২৬ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৪মি.) দীর্ঘদিন ধরে সড়কটিতে নেই কোন সংস্কার। সড়কে থাকা কার্পেটিং ও পাথর উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সড়কটি দিয়ে চলাচলে জনসাধারণকে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ। আর দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার কারণে মাটির সাথে বিলীন হয়ে যাচ্ছে সড়কটি।’
এমন করুণ অবস্থায় রয়েছে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী-আমতৈল বাজার সদর সড়কটি। প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় কাজে প্রায় কয়েক হাজার জনসংখ্যার বাসিন্দাদেরকে ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত ব্যবহার করতে হয় সড়কটি। গ্রামে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও একাধিক মসজিদের মুসল্লীদের এবং রোগীদের নিয়ে সড়কটি দিয়ে চলাচলে এলাকাবাসী দূর্ভোগ চরমে পৌঁছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিস্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসা হলেও এব্যাপারে সবাই রয়েছেন উদাসিন। কেউই সড়কটি সংস্কারের ব্যাপারে কার্যত কোন পদক্ষেপ গ্রহন করছেন না।
এলাকার শিক্ষার্থী, মুসল্লী, প্রবাসী, রোগী এবং গ্রামে আসা অতিথিদের সড়ক দুর্ভোগ লাগব করতে যত দ্রুত সম্ভব দীর্ঘদিন ধরে অবহেলিত ও সংস্কার বঞ্চিত সড়কটি সংস্কারের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।
স্থানীয় ইউপি সদস্য আবুল খায়ের সিএইচটি মিডিয়াকে বলেন, জনদূর্ভোগ লাগবের জন্য যত দ্রুত সম্ভব সড়কটি সংস্কার করা প্রয়োজন। সড়কটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে একাধিক বার দাবি জানিয়ে আসা হলেও তাতে কোন কাজ হচ্ছে না।
আমতৈল গ্রামের মাহতাব উদ্দিন বলেন, সংস্কারের অভাবে সড়কটির এমন করুণ অবস্থা হয়েছে দ্রুত এর সংস্কার কাজ সম্পন্ন না করা হলে মাটির সাথে সড়কটি বিলীন হয়ে যাবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীর সিএইচটি মিডিয়াকে বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার হয়নি। এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। সংস্কার বঞ্চিত সড়কটি সংস্কারের জন্য সরকারের কাছে তিনি জোর দাবি জানান।