মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় শহর জুড়ে আলোচনায় পুলিশ
মাটিরাঙ্গায় শহর জুড়ে আলোচনায় পুলিশ
মাটিরাঙ্গা প্রতিনিধি ::১ নভেম্বর জাতীয় যুব দিবসে মাটিরাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যেগে শহর পরিচ্ছন্ন অভিযানে সাড়া দিয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ প্রশাসন সর্ব সাধারনের মাঝে অভিনব দৃষ্টানত্ম স্থাপন করেছে৷
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: শাহদাত্ হোসেন টিটু,অর্ধ ডজন সাব ইন্সপেক্টরসহ প্রায় শ’খানেক পুলিশ সদস্যের একটি চৌকস দল নিয়ে মাটিরাঙ্গা বাজারের পরিচছন্ন পরিবেশ তৈরি ও জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে এগিয়ে আসেন৷
এ সময় ঝাড়ু,বেলছা নিয়ে নিজেরাই রাস্তার আশে পাশে যত্রতত্র পড়ে থাকা পঁচা,দূর্গন্ধযুক্ত খাবারের ব্যাগ,কলার চামড়া,নিষিদ্ধ পলিথিনসহ বিভিন্ন পরিত্যাক্ত কাগজ কুড়িয়ে তাদের সাথে বহনকৃত বস্তায় ভরে নিয়ে ময়লা ফেলার জন্য নির্ধারিত স্থানে সেগুলো ফেলে বাজার ব্যবসায়ীদের সচেতনতা বাড়াতে দৃষ্টি আকর্ষণ করেন৷
এ সময় সাব ইন্সপেক্টর মো: ইসমাইল এই প্রতিনিধি আলাপকালে উপজেলা প্রশাসনের এই উদ্যেগকে আমরা স্বাগত জানিয়ে তিনি বলেন,আমরা চাকরির সুবাধে আজ এই শহরে আছি কাল হয়তো থাকবো না৷ এই শহর আপনাদের,এই শহরের চারপাশের সৌন্দর্য্যতাও আপনাদের,আসুন হাতে হাত মিলিয়ে এই শহরের সুন্দর পরিবেশ রক্ষার্থে সবাই সোচ্চার হই ৷ নিজেদের সৃষ্ট প্রতিদিনের ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নিকটস্ত ডাষ্টবিনে ফেলার অভ্যাস গড়ে তুলি৷
এ বিষয়ে মাটিরাঙ্গা বাজারের কাপড় ব্যবসায়ী মো: হান্নান বলেন,ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লৰে ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহন করে মাটিরাঙ্গা থানা পুলিশ যে উদাহরণ সৃষ্টি করেছে তা নি:সন্দেহে প্রশংসার দাবী রাখে৷ এ জন্য ব্যবসায়ীদের পৰে মাটিরাঙ্গা থানা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে অনাগত দিনে মাটিরাঙ্গা বাজারের পরিচ্ছন্ন পরিবেশ রৰায় নিজ নিজ অবস্থানে সোচ্চার থাকার আহবান জানান তিনি ৷ আপলোড ৩ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল : ৪.৪০মিঃ