মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পাবনা » রেলপথ মন্ত্রনালয়ের স্টলের টিভি পর্দায় উন্নয়ন মূলক কর্মকান্ড
রেলপথ মন্ত্রনালয়ের স্টলের টিভি পর্দায় উন্নয়ন মূলক কর্মকান্ড
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৬ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৭মি.) তিনদিন ব্যাপি ঈশ্বরদীর উন্নয়ন মেলা জমে উঠেছে। প্রথম দিন থেকেই রেলপথ মন্ত্রনালয় সহ ৩৯ টি স্টলে দর্শনার্থীদের ভীড় জমে থাকছে। রেলপথ ও ভ’মি মন্ত্রনালয়ের স্টল দেখে দর্শনার্থীরা বেশী আকৃষ্ট হয়েছেন। মেলার দ্বিতীয় দিন মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব কাজী আখতার আহমেদ ও যুগ্ম সচিব আখতার উদ্দীন আহমেদ মেলা মাঠের প্রত্যেকটি স্টল পরিদর্শণ করে প্রশংসা করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান মিন্টু,পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু ও রেলের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাক আহমেদ,ডিইএন/২ আসাদুল হকসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ অংশ নেন। রেলপথ মন্ত্রনালয়ের স্টলে টেলিভিশনের পর্দায় রেলের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ও জনপ্রিয় গম্ভীরার প্রচার মেলা মাঠকে জমজমাট করে তুলেছে। মেলায় আগত দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে রেলপথ মন্ত্রনালয়ের স্টলে এসে টিভি পর্দায় রেলের উন্নয়ন মূলক কর্মকান্ড ও জনপ্রিয় গম্ভীরা অনুষ্ঠান দেখে স্বাস্ত পাচ্ছেন।