মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে রস্ক প্রকল্পের টিসির দুর্নীতির বিরুদ্ধে তদন্ত
আলীকদমে রস্ক প্রকল্পের টিসির দুর্নীতির বিরুদ্ধে তদন্ত
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: দৈনিক পত্র পত্রিকায় খবর প্রকাশের পর অবশেষে বান্দরবানের আলীকদম উপজেলার রিচিং আউট অব স্কুল (রস্ক) প্রকল্প পেইজ-২ এর টিসি সোহেলী আক্তারের বিরুদ্ধে তদন্ত অনুষ্ঠিত হয়েছে ৷ গত রবি ও সোমবার বিকেলে আলীকদম অফিসার্স ক্লাব হলরুমে আলীকদম উপজেলার আনন্দ স্কুলের শিক্ষকদের নিয়ে রস্ক প্রকল্পের সহাকারী পরিচালক (এডি) ডঃ শেখ সালমা নারগিস এ তদন্ত সম্পন্ন করেন৷ তদনত্মে সোহেলী আক্তারের বিরুদ্ধে আনিত অভিযোগে নানা অনিয়মের প্রথমিক সত্যতা পাওয়া গেছে ৷
এর আগে আনন্দ স্কুলের অর্ধশতাধিক শিক্ষকের স্বাক্ষরিত একটি অভিযোগ রস্ক প্রকল্পের পরিচালক বরাবরে দায়ের করা হয় ৷ জানা গেছে, এর আগে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান বরাবরে কয়েক দফা অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পাওয়া যায়নি ৷ অভিযোগে প্রকাশ, রিচিং আউট অব স্কুল (রস্ক) পেইজ-২ প্রকল্পের স্কুল মেরামত, শিক্ষকদের বেতন ভাতা ও বাড়ি ভাড়া ব্যতিত বরাদ্ধকৃত শিক্ষার্থীদের পোষাক ভাতা, পরীক্ষা ভাতা, শিক্ষা উপকরণ ভাতা ও অবকাঠামো মেরামত ভাতাসহ বিভিন্ন খাত থেকে প্রায় ২০ লক্ষ টাকা আত্মসাত করে ৷ এছাড়াও যত্র তত্র শিক্ষকদের সাথে অনৈতিক আচরসহ নানা অনিয়মের কথা অভিযোগে উঠে আসে ৷
এই বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন অভিযোগের সুরাহার জন্য রস্ক প্রকল্পের টিসির বরাবরে একটি পত্র দেন ৷ তারই প্রেক্ষিতে এ তদন্ত অনুষ্ঠিত হয় ৷
তদনন্তে আনন্দ স্কুলের একজন শিক্ষককে মুঠোফোনে দেওয়া হুমকীর কথা উঠে আসলে ওই শিক্ষক বলেন সোহেলী আক্তার তাকে মুঠোফোনে বলে “আমি দেখে নেব আলীকদমে আমাকে কে কতটুকু নাড়তে পারে ৷ আর যে বেশি বাড়া বাড়ি করবে আমি আলীকদমের মাটিতে তাকে দেখে নেব”৷ তদন্ত কালে শিক্ষকরা অভিযোগ করেন, গত জুন ও জুলাই মাসের পোষাক, পরীক্ষা, শিক্ষা উপকরণ ও অবকাঠামো মেরামত খাতের অর্থ রস্ক-১০ ফরমের মাধ্যমে টিসির পক্ষে টাকা তোলেন শিক্ষক শাহ আলম ৷ এছাড়া ও তার এসব অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে নানা দুর্ব্যবহারের শিকার হন অনেক শিক্ষক ও অভিভাবকবৃন্দ ৷
এবিষয়ে তদন্ত কর্মকর্তা (এডি) ডঃ শেখ সালমা নারগিন বলেন, আমি খাত ওয়ারী তদন্ত করে দেখেছি ৷ তদন্ত প্রতিবেদনে বিস্তারিত প্রকাশ করা হবে ৷
আপলোড ৩ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল : ৪.৪০মিঃ