মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে মুক্তিযোদ্ধা কার্যালয় দখলের অভিযোগ
বিশ্বনাথে মুক্তিযোদ্ধা কার্যালয় দখলের অভিযোগ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২৬ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৪২মি.) বিশ্বনাথ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় দখল করে বহুতল বিশিষ্ট বভন নির্মাণের অভিযোগে ইউএনও বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে। ১০ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ২৫জন মুক্তিযোদ্ধা স্বাক্ষরিত এ স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. আজিজুর রহমান এবং সাবেক তথ্য ও প্রচার কমান্ডার আব্দুল মন্নান।
স্মারকলিপিতে প্রকাশ : ১৯৯৬ সালে ‘বিশ্বনাথ মুক্তিযোদ্ধা সংসদ’র কার্যালয় স্থাপনের জন্যে মুক্তিযোদ্ধাদের আবেদনের প্রেক্ষিতে ১৯৯৯ সালের ৩ অক্টোবর (৮৫৬৭/৯৯ইং দলিল মুলে) নতুন বাজারে বাসীয়া নদীর চরে আড়াই শতক ভূমি স্থায়ী বন্দবস্ত দেওয়া হয়। তাদের অভিযোগ সাবেক কমান্ডার আনোয়ার হোসেন, ডেপুটি কমান্ডার মুনির আহমদ, বতর্মান কমান্ডার ওয়াহিদ আলী, ডেপুটি কমান্ডার রনজিৎ কুমার ধর মাহতাবপুরের নজরুল ইসলাম ও তবলপুরের ছৈফ উল্লার যোগসাজসে মুক্তিযোদ্ধা সংসদের জায়গা দখল করে বহুতল বিশিষ্ট বাণিজ্যিক দোকান কোঠা নির্মাণসহ বেআইনীভাবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিভিন্নজনকে লীজও দেওয়া হচ্ছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ওয়াহিদ আলী দখলের অভিযোগকে মিথ্যা দাবি করে তিনি বলেন, মুক্তিযোদ্ধা সংসদের জায়গা যেখানে ছিল, সেখানেই আছে। মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতেই নির্মাণকাজ চলছে।