মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাছের বদলে উঠে এলো মেশিন গান
মাছের বদলে উঠে এলো মেশিন গান
সিলেট প্রতিনিধি :: (২৬ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৪৭মি.) সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর গ্রামে কুশিয়ারা নদী থেকে মাছ ধরার বড়শীতে উঠে এলো পুরাতন একটি লাইট মেশিন গান বা এলএমজি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ জানুয়ারি মঙ্গলবার ভোরে উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের চন্দরপুরের মৃত জামাল উদ্দিনের ছেলে শহিদ আহমদ কুশিয়ারা নদীতে বড়শী দিয়ে মাছ ধরতে গেলে তার বড়শীতে ভারি কিছু আটকে যায়।
পরে পাড়ে তোলে আনার পর দেখা যায় আটকে যাওয়া জিনিসটি একটি পুরাতন জং ধরা স্বয়ংক্রিয় অস্ত্র।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম ফজলুল হক শিবলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করে। অস্ত্রটি একটি লাইট মেশিন গান।
এলএমজিটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও তিনি জানান।