বুধবার ● ১১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে খাল দখল করে দোকান ঘর নির্মাণ
বিশ্বনাথে খাল দখল করে দোকান ঘর নির্মাণ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২৮ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.২০মি.) সিলেটের বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের নকিখালী বাজারে সরকারী খাল দখল করে দোকান ঘর নির্মাণের মহাউৎসব চলছে। ইতিমধ্যে প্রভাবশালীরা বেশ কয়েকটি দোকান ঘর নির্মাণ করেছে। ফলে ধীরে ধীরে খালটি ছোট হয়ে যাচ্ছে। একের পর এক অবৈধ স্থাপনা গড়ে উঠলেও প্রশাসন রয়েছে নিরব ভূমিকায়।
বিগত তত্তাবধায়ক সরকারের আমলে খালের পার্শ্বে গড়ে উঠা অবৈধ স্থাপনা প্রশাসনের উদ্যোগে ভেঙ্গে ফেলা হয়। এরপর মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে ধীরে ধীরে আবারও গড়ে উঠে এসব অবৈধ স্থাপনা। সরকারী খাল দখল করে অপরিকল্পিতভাবে দোকান ঘর নির্মাণ করায় খালের পার্শ্বে অবস্থিত নকিখালী-দশপাইকা-উজাইজুরী রাস্তাটিও ছোট হয়ে গেছে। ফলে স্কুলের ছাত্রছাত্রী’সহ পথচারীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, প্রভাবশালীরা স্থানীয় প্রশাসনের লোকজনকে ম্যানেজ করে একের পর এক দোকান ঘর নির্মাণ করে আসছেন। এলাকার নিরীহ লোকজন প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তাই নকিখালী খালের পার্শ্বে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করে খালের পূর্ণ রূপ ফিরিয়ে আনতে প্রশাসনের সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার অমিতাব পরাগ তালুকদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, নিয়মতান্ত্রিক ভাবে উচ্ছেদ মামলা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।