বুধবার ● ১১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে উন্নয়ন মেলার সমাপনি ও পুরষ্কার বিতরণ
বাগেরহাটে উন্নয়ন মেলার সমাপনি ও পুরষ্কার বিতরণ
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: (২৮ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.২৫মি.) বাগেরহাটের মোরেলগঞ্জে ১১ জানুয়ারি বুধবার দুপুরে উন্নয়ন মেলার সমাপনি ও পুরষ্কার বিতরণী সভার অনুষ্ঠিত হয়েছে ।
এ ছাড়াও ৩ প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার প্রদান। এ উপলক্ষ্যে উপজেলা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহ-ই-আলম বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল আলম ও ইউপি চেয়ারম্যান মাহামুদ আলী।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড ও সফলতা নিয়ে আলোচনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা অফিসার মো. আনিছুর রহমান,উপজেলা হিসাব রক্ষন অফিসার তরফদার তৈয়বুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নাসিরউদ্দিন প্রমুখ।
সভা শেষে উন্নয়ন মেলায় ১ম স্থান অধিকারী মৎস্য দপ্তরের ষ্টল, ২য় স্থান অধিকারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের ষ্টল ও যৌথভাবে নারী ফোরাম ও পল্লী বিদ্যুতের ষ্টল ৩য় স্থান অধিকারী সহ উপস্থিত সকল ষ্টলকে পুরষ্কৃত করা হয়েছে।
এ ছাড়াও উপজেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থী দেবরাজ দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শাহজাহান হাওলাদার, একই বিদ্যালয়ের ইমা আকতার ও বাদুরতলা ওয়াহেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ইয়াসিন আলীকে হুইল চেয়ার প্রদান করা হয়।