বুধবার ● ১১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » জে.কে পাইলট উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি : অর্থমন্ত্রীর সাথে কমিটির সাক্ষাত
জে.কে পাইলট উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি : অর্থমন্ত্রীর সাথে কমিটির সাক্ষাত
নবীগঞ্জ প্রতিনিধি :: (২৮ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০৪৫মি.) নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান যোগল-কিশোর (জে,কে) পাইলটউচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব পালনের জন্য প্রধান অতিথি বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে ১০ জানুয়ারি মঙ্গলবার রাতে শতবর্ষ পূর্তি উৎসব কমিটির নেতৃবৃন্দ সিলেটে সাক্ষাত করেন । অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী ২৮ শে জানুয়ারী শনিবার সকালে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন শতবর্ষ পূর্তি উৎসব কমিটির সভাপতি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, প্রকাশনা উপ-কমিটির আহবায়ক সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড.আবুল ফতেহ ফাত্তাহ, অর্থ উপ-কমিটির আহবায়ক নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী,হোমল্যান্ড আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক তাপস আচার্য্য, হিরামিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোঃ এটি এম বশির, প্রচার উপ-কমিটি আহবায়ক সাইফুল জাহান চৌধুরী, আইন শৃঙ্খলা উপ-কমিটির মোস্তাক আহমদ মিলু, জে,কে স্কুলের দাতা সদস্য এডভোকেট রাজীব কুমার দে তাপস, রেজিষ্টেশন কমিটির সদস্য প্রভাষক উত্তম কুমার পাল হিমেল।