মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » এমপি কেয়া চৌধুরীর পিএস ও চালকের উপর হামলার প্রতিবাদ
এমপি কেয়া চৌধুরীর পিএস ও চালকের উপর হামলার প্রতিবাদ
নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর পিএস ও গাড়ী চালকের উপর হামলার প্রতিবাদে নবীগঞ্জের সচেতর নাগরিক সমাজের ব্যানারে সোমবার নবীগঞ্জ নতুনবাজার মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয় ৷ নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফজলুল হক চৌধুরী সেলিমের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রত্নদীপ দাস রাজুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌসভার প্যানেল মেয়র রিজভী আহমদ খালেদ ৷ এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক গৌতম রায় ৷ এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, ৮ নং ইউপি আওয়ামীলীগের সভাপতি ইউপি সদস্য আব্দুুল হেকিম, ২ নং ইউপি আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন ছোবা, ৭ নং করগাঁও ইউপি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ভানু লাল দাশ, নবীগঞ্জ উপজেলা্ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ অমলেন্দু সুত্রধর, পিন্টু রায়, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরু মিয়া, ওয়ার্ড আওয়ামীগের সভাপতি পরেশ দাশ, সাবেক মেম্বার অনিল পুরকায়াস্থ, সাবেক,মেম্বার বিকাশ দত্ত রায়, ১২ নং ইউপি যুবলীগের সভাপতি বদরুজ্জামান চৌধুরী, সাধারন সম্পাদক ইন্দ্রজিত সিংহ, ৯ নং ইউপি যুবলীগের আহবায়ক আলমগীর আহমদ, ৭ নং ইউপি যুগ্ম আহবায়ক ধনঞ্জয় দেবনাথ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মহিতুর রহমান, আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান তালুকদার, রব্বান মিয়া,ছুরাব মিয়া, শ্রীকৃষ্ণ সরকার, মিহির দাশ, বেনা দাশ, নারায়ন দাশ, বিনয় দাশ, দুলাল আহমদ, ইমামুল ইসলাম, গবিন্দ দাশ, কাজল দাশ, জগত সিংহ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ৭ নং ইউপি আহবায়ক মৃনাল কান্তি দাশ প্রমূখ ৷ সভায় বক্তাগন আগামী ৭ দিনের মধ্যে আসামীদের গ্রেপ্তারের জোর দাবী জানান অন্যতায় নবীগঞ্জে আরো কঠোর কর্মসুচীসহ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্য্যালয়ের সামনে অনশনের ঘোষনা দেন ৷ আপলোড : ৩ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.৩২ মিঃ