বৃহস্পতিবার ● ১২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পাবনা » ত্রিশ লাখ টাকা মূল্যের ট্রাক চুরি : ২৪ ঘন্টায় উদ্ধার
ত্রিশ লাখ টাকা মূল্যের ট্রাক চুরি : ২৪ ঘন্টায় উদ্ধার
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৯ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৫মি.) পাবনার ঈশ্বরদীতে ত্রিশ লাখ টাকা মূল্যের ট্রাক চুরির মাত্র ২৪ ঘন্টার মধ্যে বুধবার রাতে চোরাই ট্রাকটি উদ্ধার করে প্রমান করা হয়েছে পুলিশের কাছে কোন কাজই অসম্ভব নয়। আর এই কাজটি করেছেন ঈশ্বরদী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল হাই ও পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীর।
ঈশ্বরদী থানাসূত্র জানায়,মঙ্গলবার রাত ১২ টায় বড়াইগ্রাম উপজেলার কাজল স্বর্ণা ফিলিং স্টেশন থেকে মোশারফ হোসেনের (ট্রাক নং-ঢাকা মেট্রো-ট,১৮-৬৯২০) ট্রাকটি চুরি হয়। চুরির পর বড়াইগ্রাম থানায় অভিযোগ দাখিলের পর ওয়্যারলেস বার্তায় সকল থানা পুলিশকে ট্রাক চুরির বিষয়টি অবহিত করা হয়। অবহিত হওয়ার পর ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীরসহ অন্যান্য অফিসারদের ট্রাক উদ্ধারে তৎপর হওয়ার নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর এসআই আলমগীর পাকশী টোল প্লাজা এলাকায় প্রত্যেকটি যানবাহনের প্রতি নজরদারি অব্যাহত রাখেন। বুধবার রাতে চোররা ট্রাকটি নিয়ে দ্রুত গতিতে টোল না দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসলেও চালক ও চোররা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনা জানার পর উৎসুক এলাকাবাসী বলেন, একেই বলে পুলিশি অভিযান। ইচ্ছে করলেই পুলিশ অনেক ভাল কাজ করতে পারে।