বৃহস্পতিবার ● ১২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » একটি শ্রেনীকে অবহেলিত রেখে দেশের উন্নয়ন করা সম্ভব নয় : মকবুল হোসেন এমপি
একটি শ্রেনীকে অবহেলিত রেখে দেশের উন্নয়ন করা সম্ভব নয় : মকবুল হোসেন এমপি
মেহের আলী বাচ্চু, মেহেরপুর প্রতিনিধি :: (২৯ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪০মি.) কর্ম একটা বেচে নেব, ভিক্ষা পেশা ছেড়ে দেব’ পিতা মাতার ভরণ পোষণ, সন্তানেরা করবে পালন” প্রতিপাদ্য বিষয় নিয়ে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের ভিক্ষুক পূনর্বাসণের মাধ্যমে ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়েছে।
১২ জানুয়ারি বৃহস্পতিবার মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২২ জন ভিক্ষুকের মাঝে ছাগল বিতরণের মাধ্যমে ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন।
ভিক্ষুক পুনর্বাসনের মাধ্যমে মটমুড়া ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক পরিমল সিংহ, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান।
প্রধান অতিথির বক্তব্যে মকবুল হোসেন এমপি এসময় বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো ক্ষুধা ও দরিদ্রমুক্ত দেশ গড়া। দেশের একটি শ্রেনীকে অবহেলিত রেখে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। তাই প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশকে ভিক্ষুকমুক্ত করার জন্য কাজ করছেন। পদ্মা সেতু নির্মাণকে কেন্দ্র করে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে বন্ধ করার ষড়যন্ত্র করেছিলো। কিন্ত সরকার এখন পদ্মা সেতু নিজ অর্থায়নে নির্মাণ করে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। বর্তমান বিশ্বের বুকে বাংলাদেশ আর অবহেলার নয়। তিনি সমাজকে ভিক্ষুকমুক্ত করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পরিমল সিংহ বলেছেন, সমাজে অবহেলিত ভিক্ষুকদের বাদ রেখে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব নয়। অসহায় বাবা মাকে যারা অবহেলা করবে,তাদেরকে আইনের আওতায় আনা হবে। চলতি মাসের মধ্যেই মেহেরপুর জেলাকে ভিক্ষুক মুক্ত করার ঘোষণা দেন তিনি। জেলাকে ভিক্ষুকদের সহায়তার জন্য সমাজের বিত্তমানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি।
এসময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, রাইপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, বিআরডিবি কর্মকর্তা আব্দুল মান্নান, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য তোফাজ্জেল হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুজ্জামান শিপু।
ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২২ জন ভিক্ষুকের মধ্যে ৬ জনকে ২ টি করে ছাগল ও ১৬ জনকে ভিজিডি কার্ডের মাধ্যমে পূণর্বাসন করে ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়।একইসাথে প্রত্যেককে শীতবস্ত্র দেয়া হয়।
অনুষ্ঠানে মটমুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।