বৃহস্পতিবার ● ১২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » সরকার অসহায়দের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে : বিএম মশিউর রহমান
সরকার অসহায়দের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে : বিএম মশিউর রহমান
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি :: (২৯ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪০মি.) খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে দু:স্থদের লভ্যাংশসহ সঞ্চয়কৃত টাকা,অসহায়দের ভিজিডি কার্ড ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১২ জানুয়ারি বৃহষ্পতিবার দুপুরের দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ এর নিজস্ব হলরুমে এই বিতরণ কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মাটিরাঙ্গা ইউএনও বিএম মশিউর রহমান বলেন,সরকার অসহায়দের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নসহ প্রান্তিক জনগোষ্টির ভাগ্যোন্নয়নে কাজ করছে। তিনি অসহায় ও দু:স্থ ভিজিডি কার্ডধারীদের সাবধান করে দিয়ে বলেন,সরকার প্রদত্ত এই ১০টা কেজি মুল্যের চাল নিজেরা ব্যবহার না করে যদি অন্যত্র বিক্রি করে দেন এমন কোন অভিযোগ পাওয়া যায় তাহলে তার কার্ড বাতিল করা হবে।
এ সময় সঞ্চয়ের টাকা ছেলে মেয়েদের শিক্ষা সামগ্রী ক্রয়ের পরামর্শ দিয়ে, পাহাড়ে বাল্য বিবাহ প্রবণতা বন্ধে সকলকে সহায়তা ও প্রত্যেক পরিবারের ছেলেমেয়েদের নিয়মিত স্কুলে পাঠানোর পরামর্শ দেন তিনি। মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মণিকা বড়–য়া ।
অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা ইউপি সচিব রুনাল্ট চাকমা, মেম্বারদের মধ্যে অমৃত ত্রিপুরা,দিপার মোহন ত্রিপুরা,চন্দ্র কিরন ত্রিপুরা,কান বালা ত্রিপুরা,ধুতুরা বালা ত্রিপুরা,ধর্মজ্যোতি ত্রিপুরা উপস্থিত ছিলেন। এ সময় সঞ্চয় ২০১৫-১৬ চক্রে ১০৯ জনকে লভ্যাংশ সহ ৭৩৫ টাকা,২০১৭-২০১৮ চক্রে নতুন সংখ্যায় ২০০ জনকে ভিজিডি কার্ড ও বিভিন্ন সময়ে এ বছর প্রায় ৩০০ অসহায় শীতার্তদের কম্বল বিতরণ করা হয়।