বৃহস্পতিবার ● ১২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » চাটমোহরে পুলিশ হেফাজত থেকে সাজা প্রাপ্ত আসামির পলায়ন
চাটমোহরে পুলিশ হেফাজত থেকে সাজা প্রাপ্ত আসামির পলায়ন
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: (২৯ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৮মি.) পাবনার চাটমোহর পৌরসদরে ১১ জানুয়ারি বুধবার রাতে থানা পুলিশের হেফাজত থেকে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার ২ বছর সাজা প্রাপ্ত আসামী জাহাঙ্গীর হোসেন (২৫) পালিয়ে গেছে। এসময় পালাতে সাহায্য করার অপরাধে বকুল হোসেন (৩৮) কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এলাকাবাসী ও থানা পুলিশ সিএইচটি মিডিয়াকে জানায় ভাঙ্গুড়া থানায় যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটানোর অভিযোগে আদালত চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আ: সাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেনকে ২ বছরের সাজা প্রদান করেন। রায়ের পর থেকেই জাহাঙ্গীর পালিয়ে থাকে। বুধবার রাতে থানা এলাকার চা ’র দোকান থেকে পালাতক জাহাঙ্গীরকে আটক করে এএসআই মোজাম্মেল। হাতকড়া না পরিয়েই তাকে থানায় নেওয়ার সময় পুলিশকে ধাক্কা দিয়ে জাহাঙ্গীর পালিয়ে যায়। এসময় মোজাম্মেলের ব্যবহৃত মোবাইল ফোনটিও হারিয়ে যায়। মোবাইল চুরি ও আসামিকে পালানোর সময় সাহায্য করার দায়ে স্থানীয় দোকান মালিক বকুল হোসেন কে আটক করা হলে পরে স্থানীয় নেতাদের অনুরোধে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এব্যাপারে চাটমোহর থানার এ এস আই মোজাম্মেলের সাথে যোগাযোগ করা হলে তিনি সিএইচটি মিডিয়াকে বলেন “ আমি কোন আসামিকে ধরতে যাইনি। আমার মোবাইল হারিয়ে ছিল, তা পাওয়া গেছে। আপনি ওসি সারের সাথে কথা বলেন। আমি এব্যাপারে কিছু বলতে পারবো না।”