শুক্রবার ● ১৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আজ থেকে রাঙামাটিতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
আজ থেকে রাঙামাটিতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
ষ্টাফ রিপোর্টার :: (৩০ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১.৪০মি.) জেলা পর্যায়ে সকল শ্রেনী পেশার মানুষকে নানামুখী ই-সেবার সাথে পরিচিত করার জন্য এবং সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সমুহকে ই-সেবা প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে ১৩-১৫ জানুয়ারি তিন দিন ব্যাপী রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ আয়োজন করা হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা আজ ১৩ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় উদ্ভোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগ নেতা দীপংকর তালুকদার।
তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিনে ১৫ জানুয়ারি রবিবার বিকাল ৪টায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন।
ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ এর উদ্ভোধনী ও সমাপনী উভয় অনুষ্ঠানে সভাপত্বি করবেন রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলার সকল শ্রেণী পেশার নাগরিকদের অংশ গ্রহণ ও পরিদর্শনের জন্য রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।