শুক্রবার ● ১৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » জনদুর্ভোগ » বিশ্বনাথে নকিখালি-দশপাইকা বাজারে রাস্তার বেহাল দশা
বিশ্বনাথে নকিখালি-দশপাইকা বাজারে রাস্তার বেহাল দশা
মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৩০ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২০মি.) সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে বিশ্বনাথ উপজেলার রামপাশা ও দৌলতপুর ইউনিয়নস্থ ‘নকিখালি-দশপাইকা বাজার রাস্তা। দীর্ঘদিন ধরে সড়কটির এমন করুণ অবস্থা থাকলেও তা সংস্কারে এলাকার জনপ্রতিনিধি ও সংলিস্ট কর্তৃপক্ষ রয়েছেন উদাসিন। ফলে অনেকটা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। এ রাস্তা দিয়ে যাতায়াত করেন অনেক জনপ্রতিনিধিও। কিন্তু রাস্তা বেহাল দশা, যেন দেখার কেউ নেই।
ভাঙ্গনের ফলে রাস্তায় রয়েছে ছোট-বড় প্রায় অর্ধ-শতাধিক গর্ত। এরমধ্যে একাধিক স্থানে থাকা বড় গর্তগুলোকে মিনি পুকুর বলে অভিহিত করেছেন এলাকাবাসীর। এসব গর্তে পড়ে প্রতিদিনই ছোট-বড় একাধিক দূর্ঘটনা সংঘটিত হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। বিশ্বনাথে গুরুত্বপূর্ন একাধিক সড়কের মতো ‘লকিখালি-দশপাইকা বাজার রাস্তাটি’ যথা সময়ে সংস্কার না হওয়ার কারণে সবচেয়ে বেশি দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসী-রোগীদেরকে।
খোজ নিয়ে জানাযায়, রামপাশা ইউনিয়ন ও দৌলতপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ, দুটি মাধ্যমিক, ৫টি প্রাথমিক বিদ্যালয় ও একটি হাফিজিয়া মাদ্রাসার শতশত শিক্ষার্থী নকিখালি-দশপাইকা রাস্তা জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করে আসছেন। নকিখালী বাজার হতে দৌলতপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় ৫কিলো মিটার রাস্তা’র বেহাল দশায় পরিনত হয়েছে।
এলাকাবাসী সিএইচটি মিডিয়াকে জানান, দীর্ঘদিন ধরে রাস্তার কোনো সংস্কার কাজ হচ্ছেনা। যার ফলে জীবনের ঝুকি নিয়ে যানবাহনের পাশাপাশি এলাকাবাসী বাধ্য হয়ে এ রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। রাস্তাটি সংস্কার করার জন্য সরকারের প্রতি তারা জোরদাবি জানান।
নকিখালি বাজারের ব্যবসায়ী মনির মিয়া সিএইচটি মিডিয়াকে বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি এমন করুণ অবস্থা। জীবনের ঝুকি নিয়ে এলাকাবাসী রাস্তা দিয়ে যাতায়াত করে আসছেন। তিনি রাস্তা সংস্কার করার জন্য স্থানীয় সংসদ সদস্য এহিয়া চৌধুরী কাছে আহবান জানান।
দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী সিএইচটি মিডিয়াকে জানান রাস্তাটি সংস্কার করার জন্য ইতিমধ্যে সংলিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে তিনি জানান।