মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মুক্তি পেলেন দৈনিক সাঙ্গু সম্পাদক
মুক্তি পেলেন দৈনিক সাঙ্গু সম্পাদক
চট্টগ্রাম প্রতিনিধি :: তথ্য ও গণযোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন ৫৭ ধারায় মামলায় দীর্ঘ প্রায় দেড় মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সাঙ্গু সম্পাদক কবির হোসেন সিদ্দিকী।
ঢাকায় আইসিটি বিষয়ক বিশেষ ট্রাইব্যুনালে জামিনের পর সোমবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
শিল্প প্রতিষ্ঠান কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজের প্রেসিডেন্ট খলিলুর রহমানের পক্ষে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের হওয়া একটি মামলায় গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম নূরুল আলম মোহাম্মদ নিপুর আদালত জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দৈনিক সাঙ্গুর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার ঢাকার আইসিটি বিষয়ক বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সম্পাদক কবির হোসেন সিদ্দিকীর জামিন মঞ্জুর করেন। আইনী প্রক্রিয়া শেষে এক মাস বার দিন পর সোমবার চট্টগ্রাম কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন তিনি ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কবির হোসেন সিদ্দিকীর মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, শিল্পপতি খলিলুর রহমানের বিরুদ্ধে নানা দুর্নীতি ও নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ তুলে গত ২৪ জুন, ২৫ জুন ও ২৮ জুন দৈনিক সাঙ্গু পত্রিকায় পরপর তিনটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এই সংবাদের প্রতিবাদে সাঙ্গুর সম্পাদক কবির হোসেন সিদ্দিকীসহ তিনজনের বিরুদ্ধে ২৪ আগস্ট তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (১) ধারায় নালিশী মামলা করা হয়। মামলার অন্য অভিযুক্তরা হলেন, সাঙ্গুর বার্তা সম্পাদক বদরুল ইসলাম মাসুদ এবং প্রধান প্রতিবেদক চম্পক চক্রবর্তী।