শুক্রবার ● ১৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ধর্ম » বান্দরবান ২য় শানে রেসাঁলাত সম্মেলন
বান্দরবান ২য় শানে রেসাঁলাত সম্মেলন
বান্দরবান প্রতিনিধি :: (৩০ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩০মি.) বান্দরবান ইত্তেহাদুল মুসলিমীন ৭নং ওয়ার্ড ক্যালেক্টরেট স্কুল এলাকার উদ্যোগে ২য় তম শানে রেসাঁলাত সম্মেলন মাহ্ফি অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এই মাহফিল চলে। বান্দরবান এস.পি.অফিস সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এর আয়োজন করা হয়। শানে রেসাঁলাত সম্মেলন মাহ্ফিলে প্রধান মেহমান হিসেবে দিক নির্দেশনামূলক হেদায়তী বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া থেকে আগম আল্লামা মুফ্তি আব্দুল হামিদ। শানে রেসাঁলাত সম্মেলন মাহফিলে বিশেষ ওয়াজেন হিসেবে পবিত্র আল্ কোরআনের তাফসির ও রাসূল (সাঃ) এর জীবনী এবং হাদীসের উপর গুরুত্বপূর্ণ ইসলামী আলোচনা করেন চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মুহাদ্দিছ আল্লামা ওবাইদুল্লাহ হাম্যা, চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া আরবি জিরি মাদ্রাসার মুহাদ্দিছ আল্লামা ক¦ারী নুরুল্লাহ্, চট্টগ্রাম লোহাগাড়া রাজঘাটা হোসাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসার মুহ্তামিম আল্লামা হাবিবুল ওয়াহেদ। শানে রেসাঁলাত সম্মেলন বিশেষ আকর্ষন চট্টগ্রাম সেগুন বাগান মাদ্রাসার প্রধান ক্বারী মাওলানা কারী আনোয়ার হোসাইন। মাহফিলে বিশেষ ওয়াজেন হিসেবে আলোচনা করেন, বান্দরবান বাজার শাহী মসজিদের খতিব মাওলানা এহসানুল হক আল মঈন, বান্দরবান থানা জামে মসজিদের ইমাম ক্বারী নুরুল আমিন, পশ্চিম বালাঘাটা জামে মসজিদের খতিব মাওলানা মুবাশ্শিরসহ স্থানীয় ওলামায়েকেরামগন। ২য় তম শানে রেসাঁলাত সম্মেলন মাহ্ফিলে সভাপতিত্ব করেন বান্দরবান হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা হাফেজ আব্দুছ সোবহান। এছাড়াও মাহ্ফিলে সার্বিক সহযোগিতা ও অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ২য় তম শানে রেসাঁলাত সম্মেলন মাহ্ফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী, যুগ্ন আহবয়ক মোঃ রাসেল, সদস্য সচিব মোঃ শাহিন, অর্থ সম্পাদক মোঃ নিজাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ক্বাফিসহ এলাকার এক ঝাঁক ইসলাম প্রিয় তরুনের একটি দল। ২য় তম শানে রেসাঁলাত সম্মেলন মাহফিলে বক্তারা বলেন, পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য মাহান আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে পাঠানো একটি সংবিধান। রাসূল (সাঃ) এর উপর মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। রাসূল (সাঃ) কে সমগ্র মানব জাতির জন্য একটি আর্দশ স্বরুপ প্রেরণ করেছেন মাহান আল্লাহ। এই কোরআনের মধ্যে ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তা প্রকাশ করেছেন মাহান আল্লাহ। ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলামে জঙ্গীবাদ-সন্ত্রাস, বোমা বাজদের কোন স্থান নেই। মানুষকে অন্যায় ভাবে হত্যা করা ইসলামে হারাম, ইহুুদী মুশরিকরা কিছু বিপদগামী মুসলমান নাধারী কোলাঙ্গার এর মাধ্যমে ইসলাম ধর্মকে জঙ্গীবাদী-সন্ত্রাসবাদী ধর্ম হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিতি করার জন্য গভীর সড়যন্ত্র করছে। মুসলমানরা আজ কোরআন থেকে দুরে সরে আসার কারণে সারা বিশ্বে জুলুম, অত্যাচারের শিকার হচ্ছে। আল্লাহর হুকুম পালন না করার কারনে মুসলমানদের মাঝে মধ্যে আল্লাহ পরীক্ষা করে থাকেন। বান্দা তার পাপ থেকে ফিরে এসে তওবা করলে মহান আল্লাহ সেই গুনাহ থেকে মুক্ত করে দেন। বক্তারা আরো বলেন, ইসলামের পাচঁটি স্তম্ভ এর মধ্যে নামায অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ কাজ, এই পাচঁ ওয়াক্ত নামায সঠিক ভাবে আদায় না করার কারনে আজ চারিদিকে অশান্তি, ঝগড়া-বিবেদ লেগেই আছে। আসুন আমরা সকলে আল্লাহর হুকুম আহকাম ও রাসুল (সাঃ) এর তরীকা মতে আমাদের জীবন গড়ি, তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাবো।