শুক্রবার ● ১৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে প্রথাগত আইন সংস্কার বিষয়ক কর্মশালা
বান্দরবানে প্রথাগত আইন সংস্কার বিষয়ক কর্মশালা
মো. নুর হোসেন, বান্দরবান জেলা প্রতিনিধি :: (৩০ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৩মি.) বান্দরবানে “আদিবাসী নারীদের প্রতি বৈষম্য নিরসনে প্রথাগত আইন সংস্কার বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে । ১৩ জানুয়ারি শুক্রবার সকালে শহরের একটি স্থানীয় হোটেলের হল রুমে বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় এবং অনন্য কল্যাণ সংগঠনের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনন্যা কল্যান সংগঠনের প্রোগাম কর্মকর্তা দিনেন্দ্র ত্রিপুরার সংঞ্চালনায় আদিবাসী নারীদের প্রতি বৈষম্য নিরসনে প্রথাগত আইন সংস্কারের প্রয়োজনীয়তার সম্পর্কে সর্বপ্রথম বক্তব্য উপস্থাপন করেন অনন্যা কল্যান সংগঠনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন পার্বত্য তিন জেলার সমন্বয়ক ডনাইপ্রু নেলী। তিনি বলেন সকলে মিলে পার্বত্য চট্টগ্রামে সমাজে শোষিত। তিনি বঞ্চিত নারীদের প্রতি বৈষম্য নিরসনের জন্য প্রথাগত লিডারদের সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কর্মশালায় প্রধান অতিথি ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচপ্রু মাষ্টার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এসব কাজ প্রথাগত লিডার, কারবারী, হেডম্যানদের এগিয়ে আসা উচিৎ। কারণ প্রত্যন্ত অঞ্চলে আদিবাসী নারীদের সমস্যা, বৈষম্য বিষয় গুলোকে ভালো ভাবে আলাপ আলোচনার মাধ্যমে সঠিক তথ্য গুলোকে উপস্থাপন করতে পারবেন।
কর্মশালায় বেসরকারি বিভিন্ন সংগঠনের নারী নেত্রী ও জনপ্রতিনিধিরাও মতামত তুলে ধরেন। তারা বলেন, আদিবাসীদের প্রথাগত আইনের কোন লিখিত রুপ না থাকার কারণে বৈষম্য বিষয় গুলো স্পষ্ট নয়। কোন সমাজে বিবাহ বিচ্ছেদ হলে নারীরা এখনও কোন কিছুই পায় না। এমনকি ম্রো সমাজে নারীরা বিবাহ বিচ্ছেদের কারণে নিজের সন্তানকে পর্যন্ত ফিরে পায় না।
অনন্যা কল্যান সংগঠন ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ যৌথ আয়োজনে এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মাধবী মারমা, এ্যাডভোকেট বাচিংথুয়াই মারমা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং মারমা, উন্নয়ন কর্মী লেলুং খুমী, ওর্য়াড কমিশনার উজলা তঞ্চঙ্গ্য প্রমূখ।