শনিবার ● ১৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় মানবিক সহায়তায় পুলিশ প্রশাসন
মাটিরাঙ্গায় মানবিক সহায়তায় পুলিশ প্রশাসন
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২০মি.) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মাটিরাঙ্গা থানা পুলিশ প্রশাসন।
এইবারে শীতের তীব্রতা বৃদ্ধির সময শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দিয়েছেন তারা। নিজেদের সাধ্যমত সাহায্যের হাত বাড়ানোর সাথে সাথে তারা সমাজের অর্থনৈতিক সামর্থবানদের দরিদ্র ও অসহায় শীতার্তদের পাশে দাড়ানোর আহবান জানান।
‘আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়’ এ শ্লোগানকে সামনে রেখে মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে নতুন দিগন্তের সুচনা করেছেন মাটিরাঙ্গা থানা পুলিশ।
গত বৃহস্পতিবার সকালের দিকে মাটিরাঙ্গা থানা প্রাঙ্গনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র্র লাল ত্রিপুরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী বিপিএম-সেবা, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক প্রমূখ।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো কম্বল বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সরকারী সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের দুস্থ, অসহায় ও গরীব শীতার্তদের জন্য সাধ্যমতে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়ে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, মানুষ মানুষের জন্য এ উপলব্ধি থেকেই সকলকে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে পুলিশ তাদেরকে ‘জনগণের বন্ধু’ হিসেবে আবারও প্রমান করতে সক্ষম হয়েছে।
‘মানুষ মানুষের জন্য’ এ উপলব্ধি থেকেই পুলিশ শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে উল্লেখ করে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী বিপিএম-সেবা বলেন, পুলিশ সবসময়ই জনগণের পাশে ছিল আর ভবিষ্যতেও এভাবেই সুখে-দু:খে মানুষের পাশে থাকবে। চাকুরী করতে এসে জনগণের পাশে দাঁড়ানোকে পুলিশের উদার মানবিকতার পরিচায়ক বলে উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বলেন, এ কাজের মাধ্যমে পুলিশ তাদের আন্তরিকতার পরিচয় দিয়েছে।