মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » বিএনপি-জামায়াতের ২৩ কর্মীসহ আটক ৫৮
বিএনপি-জামায়াতের ২৩ কর্মীসহ আটক ৫৮
গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গী থানা এলাকা থেকে অভিযান চালিয়ে নাশকতা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৫ জন এবং নাশকতা ও অস্থীতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপি-জামায়াতের ২৩ জন নেতা-কর্মীসহ মোট ৫৮কে আটক করেছে পুলিশ ৷
২ নভেম্বর সোমবার সন্ধ্যা থেকে ৩ নভেম্বর মঙ্গলবার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ৷
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আমিনুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, টঙ্গীর বিভিন্ন স্থানে সোমবার রাতে অভিযান চালায় পুলিশ ৷ এ সময় নাশকতা তৈরির আশঙ্কা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৫ জনকে আটক করা হয় ৷
আটকদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে ৷ মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয় বলেও জানিয়েছেন আমিনুল ইসলাম ৷
অন্যদিকে নাশকতা ও অস্থীতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপি-জামায়াতের ২৩ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ ৷
১ নভেম্বর রবিবার সন্ধ্যা থেকে ২ নভেম্বর সোমবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে ৷
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক-২ মো: মোমিনুল ইসলাম জানান, নাশকতা ও অস্থীতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে থানা পুলিশ জয়দেবপুর থানা এলাকা থেকে ১২ জনকে, কাপাসিয়া থানা এলাকা থেকে ৪ জনকে, টঙ্গী থানা এলাকা থেকে ১ জনকে, শ্রীপুর থানা এলাকা থেকে ১ জনকে, কালিয়াকৈর থানা এলাকা থেকে ১ জনকে এবং গাজীপুর গোয়েন্দা পুলিশ ৪ জনকে আটক করেছে ৷
আটককৃতদের মধ্যে ২১ জন বিএনপি এবং ২ জন জামায়াতের নেতা-কর্মী ৷
আপলোড: ৩ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৪৪ মিঃ