শনিবার ● ১৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খেলা » বান্দরবানে সরকারী কর্মকর্তা-কর্মচারী সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
বান্দরবানে সরকারী কর্মকর্তা-কর্মচারী সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
মো. নুর হোসেন, বান্দরবান প্রতিনিধি :: (১মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মি.) বান্দরবানে সরকারী কর্মকর্তা ও কর্মচারী সন্তানদের দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ৮টা দুপুর ২টা পর্যন্ত চলে ক্রীড়া প্রতিযোগিতা। বান্দরবান স্টেডিয়ামে এর আয়োজন করা হয়।
দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দ্রুত হাটা প্রতিযোগিতায় অংশগ্রহন করে প্রথম স্থান অধিকার করে পুরুস্কার গ্রহণ করেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের সহধর্মীনী শুবর্ণা চৌধুরী, এনডিসি হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, সহকারী কমিশনার ইখতেখারুল ইসলাম, সহকারী কমিশনার নাজমা বিনতে আমিন, সহকারী কমিশনার শামিম হোসেন, সদর উপজেলা সহাকারী কমিশনার ভূমি নুরে জান্নাত রুমি, মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মমিতা খীসা, সিনিয়র শিক্ষিকা সীমা দাশ।
দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসকের সি.এ মোঃ আমিনুল ইসলাম।
দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সার্বিক সহযোহিতায় ছিলেন সিনিয়র অফিস সহকারী মো. আব্দুল মান্নান, নাজির মো. আয়ূব, সূমন পাল, মো. আবু তাহের, মো. ফয়েজ, পলাশ, মো. আক্তার, মো. মালেক ও মিলন প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন খেলাধূলা মানুষকে সুস্থ শরীর গঠনে সহায়তা করে, খেলাধূলার মাধ্যমে মনকে চিন্তামুক্ত রাখা সম্ভব, আমাদের অন্যান্য কাজের পাশা পাশি খেলাধুলার কোন বিকল্প নেই” তিনি ছাত্র-ছাত্রীদের উদ্যোশ্যে বলেন, প্রত্যেক ছাত্র-ছাত্রীকে পড়ালেখা ও পাশাপাশি বিভিন্ন প্রকার খেলাধুলার সাথে পরিচিত করা অতিব গুরত্বপূর্ণ। খেলাধুলার প্রতি অবহেলা আমাদের শিশুদের একটি প্রধান বাধা। খেলাধুলা শিশুদের প্রতিরোধী হতে উৎসাহী করে। মোকাবেলা করতে শেখায়। খেলাধুলা দেহ মন –চরিত্রগঠনে সাহায়তা করে। আসলে এখন আমাদের শিশুরা ফ্ল্যাট বাড়িতে স্কুল গুলো গড়ে উঠছে। এখন কার শিশুরা হাত-পা ছাড়িয়ে খেলাধুলা করার সুয়োগ থেকে বঞ্চিত। আমাদের শিশুদের সঠিক ভাবে বেড়ে উঠার জন্য খেলাধুলা আবশ্যক। দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ও গ্রুপ ভিত্তিক খেলায়াড়দের হা-ড-ুডু, মোরগ লড়াই, সাতচাড়া, দড়ি লাফ, কানামাছি ভোঁ -ভোঁ ও বিস্কুট দৌড়,পুরুষ দ্রুত হাটা প্রতিযোগিতা,মহিলা দ্রুত হাটা প্রতিযোগিতা, বালিশ খেলা, সিনিয়র বালক,বালিকাদের দৌড় প্রতিযোগিাত, লংজাম্প হাই জাম্প, জুনিয়র ছেলে-মেয়েদের দৌড়, লংজাম্প হাই জাম্প, দড়ি লাফ, টেবিল টেনিস এ্যাথলেট্সি, ভলিবল, হ্যান্ডবলসহ মোট ৩৫টি ইভেন্টে খেলায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণে মধ্যে দিয়ে ক্রীড়া অনুষ্ঠান সমাপ্ত করা হয়।