মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » বঙ্গবন্ধু গবেষণা পরিষদের জেলহত্যা দিবস পালিত
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের জেলহত্যা দিবস পালিত
ঢাকা প্রতিনিধি ::জেলহত্যা দিবস- ২০১৫ উপলক্ষ্যে ৩ নভেম্বর বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল প্রভৃতি কর্মসূচী পালিত হয় ৷ বিকালে ঢাকার পুরানা পল্টনস্থ মুক্তি ভবনের ৪র্থ তলা মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ৷ এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ৷ সংগঠনের সাধারণ সম্পাদক নাছিরউল্লাহ ভূইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, আইন সম্পাদক এড. শফিউজ্জামান স্বপন, পাঠাগার সম্পাদক মোঃ কামাল হোসেন খান, নির্বাহী সদস্য মোঃ দুলাল মিয়া, মোঃ মাসুদ আলম, মোঃ আজিজুল হক, দৈনিক মুক্ততথ্য সম্পাদক ও প্রকাশক আব্দুল মাজেদ প্রমুখ৷
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, জেলহত্যা দিবস বাঙালি জাতির কলঙ্কজনক ও শোকাবহ দিন৷ এই দিনে কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চারনেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম. মুনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে৷ ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর ঘাতকরা ভেবেছিল, যদি এই চারনেতা বেঁচে থাকেন তাহলে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা দৃঢ় হবে৷ তাই ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর ঘাতকরা ৩ নভেম্বর নির্মমভাবে হত্যা করে এই জাতীয় চারনেতাকে৷ তিনি জেল হত্যার বিচার দ্রুত সম্পন্ন করে জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান৷
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ আপলোড : ৩ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.২৩ মিঃ