শনিবার ● ১৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » আজিমপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পুনর্মিলনী
আজিমপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পুনর্মিলনী
সন্দ্বীপ প্রতিনিধি :: (১মাঘ ১৪২৩ বাঙল: বাংলাদেশ সময় রাত ১১.০০মি.) সন্দ্বীপের আজিমপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র -ছাত্রী পরিষদের পুনর্মিলনি অনুষ্ঠান শনিবার ১৪ জানুয়ারি প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহবায়ক সামছুল ইসলাম জাবেদের সভাপতিত্বে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ মাহফুজুর রহমান মিতা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক কাজী নাজিমুল ইসলামের উদ্ভোধনের মধ্যে দিয়ে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এসবিপি এনডিসি পিএসসি চৌধুরী হাসান সোহরাওয়ার্দী বীর বিক্রম, সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান আলহাজ মাস্টার শাহাজাহান, কাতার প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল মোস্তফা খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইন উদ্দীন মিশন, আজিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ ও আজিমপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আলম।
এছাড়া আরো বক্তব্য রাখেন আজিমপুর উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সাধারন সম্পাদক মোশারাফ হোসেন, স্কুলের প্রাক্তন ছাত্র সাইফুল ইসলাম ও জাবেদুল ইসলাম জাবেদ।
এসময় উপস্হিত ছিলেন সন্দ্বীপ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ বি এম ছিদ্দিকুর রহমান, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, আমান উল্লাহ ইউপি চেয়ারম্যান শাহাদাত চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ ফোরকান উদ্দীন আহমদ, উপজেলা যুবলীগের আহব্বায়ক ছিদ্দিকুর রহমান, আজিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন রিপন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী ফসিউল আলম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক সিরাজুল মাওলা, উত্তরা ব্যাংক লি. সন্দ্বীপ শাখার সিনিয়র অফিসার মো. শাহাদাত হোসেন, সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক চারু মিল্লাত, সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ইলিয়াছ সুমনসহ রাজনীতিক, সামাজিক, সাংবাদিক, সংস্কৃতি ব্যক্তিত্ব, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকার গর্নমান্য ব্যক্তিবর্গ।
অনুুষ্ঠনটি সঞ্চালনা করেন স্কুলের ১৯৯২ ব্যাচের ছাত্র মো. সফিকুল ইসলাম ভুইয়া।
আজিমপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র -ছাত্রী পরিষদের পুনর্মিলনি অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।