রবিবার ● ১৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » চাটমোহরে জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারে আহত ১০
চাটমোহরে জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারে আহত ১০
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: (২ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৬মি.) পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী গ্রামে জমি নিয়ে এক পরিবারের সদস্যদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। ১৪ জানুয়ারি শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ৮জন কে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- কচুগাড়ী গ্রামের আল্লেক প্রামাণিকের ছেলে নজরুল (৫০), সাইদুল ইসলাম (৪৫), সাইদুল ইসলামের স্ত্রী, সাইদুলের ছেলে রনি (১৮), আল্লেক প্রামাণিক (৭০), নিফা উদ্দিনের স্ত্রী ফেরোজা খাতুন (৩৫), আল্লেক প্রামাণিকের মেয়ে বেলমতী (৩০), মারুফা (২২) ও সোলায়মানের স্ত্রী নার্গিস খাতুন (৪০)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন আগে কচুগাড়ী গ্রামের আল্লেক প্রামাণিক গোপনে তার ছোট মেয়ে মারুফাকে প্রায় ১ বিঘা জমি রেজিষ্ট্রি করে দেয়। ছোট মেয়েকে গোপনে জমি রেজিষ্ট্রি করে দেয়ায় ক্ষুদ্ধ হয়ে তার অপর সকল সন্তানরা তাদের পিতাকে জবাব দিহিতা করতে বলে। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিবারের সদস্যদের মধ্যে তমুল সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে করে তাদের পরিবারের অন্তত ১০জন গুরুতর আহত হয়। প্রতিবেশীরা এসময় তাদের উদ্ধার করে রাতেই চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
এ বিষয়ে ফৈলজানা ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য সবুজ আলি সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন। ঐ পরিবারটিতে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।