রবিবার ● ১৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » মেহেরপুরে বিনা নোটিশ উচ্ছেদ অভিযানের নামে সাংবাদিকের বসতবাড়ি ভাংচুর
মেহেরপুরে বিনা নোটিশ উচ্ছেদ অভিযানের নামে সাংবাদিকের বসতবাড়ি ভাংচুর
মেহেরপুর প্রতিনিধি:: (২ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০৫০মি.) মেহেরপুরে উচ্ছেদ অভিযানের নামে কোন পূর্ব নোটিশ ছাড়ায় সাংবাদিকের বাড়ি ভাংচুর করেছে নির্বাহী মেজিষ্ট্রেট এবং স্বজন প্রীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটানাটি ঘটেছে ১৫ জানুয়ারি রবিবার বেলা ১২ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার মটমড়া ইউনিয়নের বাওট গ্রামে।
ঘটনা সূত্রে জানা যায়, দৈনিক বজ্রশক্তি প্রত্রিকার নিজেস্ব প্রতিনিধি, জেটিভি অনলাইন এর মেহেরপুর জেলা প্রতিনিধি, মেহেরপুর সাংবাদিক সমিতির সহ-সভাপতি এবং নিরপেক্ষ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার গাংনী উপজেলা শাখার সহ-সভাপতি মিনারুল ইসলাম সাংবাদিকের বসতবাড়িতে ভাংচুর চালানো হয়। এ সময় সাংবাদিক মিনারুল ইসলাম নির্বাহী মেজিষ্ট্রেটকে বসতবাড়ি না ভাংগার জন্য অনুরোধ করলে তিনি জোরপূর্বক বাড়িতে থাকা প্রায় তিন লক্ষাধিক টাকার আসবাবপত্রসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ভাংচুর করে মাটিতে মিশিয়ে দেয়।এ সময় কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিন্টু, গাংনী থানার এস আই সুফল বিশ্বাস, বামুন্দি ক্যাম্পের এস আই হান্নান, মেহেপুর নির্বাহী প্রকৌশী, নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ উচ্ছেদ অভিযানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক মিনারুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, বাড়ির মালামাল সরানোর জন্য সময় চাইলে এবং বাড়িটি নিজেই ভেংঙ্গে নেওয়ার জন্য অনুরোধ করলে তিনি কোন বিবেচনা না করেই জোরপূর্বক শুধু আমার বাড়িটি ভেঙ্গে মাটিতে মিশিয়ে দিয়েছে। এছাড়া গ্রামের অন্য কারো বসতবাড়ি ভাংগা হয়নি। আমি মনে করি উনি একজন সাংবাদিক বিমূখ মানুষ এবং পরিকল্পিত ভাবে আমার বাড়িটি ভাঙ্গেছেন। তিনি নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে জনতে চান, আমার বাব-মা, ছোট বোন এবং তার ৫ বছরের সন্তান নিয়ে এখন কোথায় খাকবে?
এমন অমানবিক ঘটনায় মেহেরপুর জেলা সাংবাদিক সমিতির ও গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আল-আমিন , সাধরণ সম্পাদক শরিফুল ইসলাম, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লিংকন, দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক দিনকালের গাংনী উপজেলা প্রতিনিধি এবং গাংনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ রবি. মোহনা টিভির গাংনী উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন, মাই টিভির উপজেলা প্রতিনিধি উসমান গনি, দৈনিক তৃতীয়মাত্রা পত্রিকার গাংনী উপজেলা প্রতিনিধি মাহবুব হাসান টুটুল, আমাদের সংবাদের স্টাফ রিপোর্টার অধ্যক্ষ এ কে আজাদ স্বপন, আমাদের সংবাদের গাংনী প্রতিনিধি রফিজুল ইসলামসহ গাংনী উপজেলার সকল সাংবাদিকবৃন্দ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
এ ঘটনার প্রেক্ষিতে যমুনা নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি ও নিরপেক্ষ আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থার গাংনী থানা কো-অরডিনেটর লিটন মাহমুদ সিএইচটি মিডিয়াকে জানান, বিষয়টি মানবাধিকার লংঘন হয়েছে। নোটিশ ছাড়া কারো বসতবাড়ি ভাংচুর করা অমানবিক। সরকারের কাছে দাবী এসকল কর্মকর্তার বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী করেন এবং এমন অমানবিক ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
এছাড়াও নিরপেক্ষ আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা গাংনী উপজেলার শাখার সভাপতি নুরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাক মনিরুল ইসলামসহ সকল সদস্য এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং বাংলাদেশ সরকারের কাছে এসকল কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জনান।
এ ব্যপারে গাংনী উপজেলা নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা মাহবুব হাসান সময় চাওয়ার বিষয়টি অস্বিকার করে সিএইচটি মিডিয়াকে বলেন আমাদের কাছে সময় চাইলে সময় দেওয়া হতো, সে কোন সময় চাইনি ।
মেহেপরপুর জেলা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী জিয়উল হায়দার জনান, যদি কোন অনিয়ম হয় তাহলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।