সোমবার ● ১৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » করোনা আপডেট » বেতাগীতে বিনামূল্যে চক্ষু সেবা
বেতাগীতে বিনামূল্যে চক্ষু সেবা
মুতাসিম বিল্লাহ, বরগুনা ::বরগুনার বেতাগীতে ২০০ জনকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয় মিলণায়তনে ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের স্থানীয় শাখার আয়োজনে ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালনায় চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
১৫ জানুয়ারি রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে এ চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়।
চক্ষু শিবিরে শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, গৃহীনীসহ বিভিন্ন পেশার রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়। এসময় ধ্রুবতারার উপদেষ্টা সাইদুল ইসলাম মন্টু‘র ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক মো. রেজাউল হক, সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলীপ কুমার
বড়াল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গীতা রানী, সাপ্তাহিক বিষখালীর সম্পাদক
আব্দুস সালাম সিদ্দিকী, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মজনু, জনকল্যান
সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের
সভাপতি শিক্ষক নজরুল ইসলাম, চক্ষু শিবিরের ক্যাম্প অর্গানাইজার মিজানুর রহমান ও ধ্রুবতারার উপজেলা শাখার সাধারন সম্পাদক মেহেদী হাসান রাব্বী উপস্থিত ছিলেন।