মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে জেল হত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের আলোচনা সভা
রাঙামাটিতে জেল হত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের আলোচনা সভা
ষ্টাফ রিপোর্টার :: মঙ্গলবার রাঙামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । প্রাক্তান পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার বলেছেন, স্বাধীনতা বিরোধীরা ৭৫ এর ১৫আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর জাতিকে চিরতরে নেতৃত্বশূন্য করতে ৩রা নভেম্বর জাতীয় চার নেতাকে জেলখানার ভেতরে নির্মমভাবে হত্যা করেছিল।
তিনি বলেন, হত্যাকারীরা বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতাকে হত্যার পর থেমে থাকেনি, এরপর তারা দেশের বুদ্ধিজীবি থেকে শুরু করে মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তিকে ধংস করার প্রতিযোগীতায় নামে, হত্যা করা হয় বাংলাদেশের মেধাবী অনেককে। বাংলাদেশের গৌরবের ইতিহাসকে বিকৃত করা হয়। বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতাকে হত্যার পর স্বাধীনতা বিরোধীদের নেতৃত্বে সারা দেশে যে হত্যার রাজনীতি শুরু করা হয়েছিল, সে ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে।
৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে রাঙামাটি জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কর্তৃক আয়োজিত আলোচনাসভায় জেলা আওয়ামীলীগ নেতা দীপংকর তালুকদার এসব কথা বলেন।
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচনাসভায় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রুহুল আমিন, হাজী মোঃ কামাল উদ্দিন, প্রচার সম্পাদক মমতাজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মাহফুজুর রহমান, সদর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি দীপক চাকমা, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ শামসুল আলম, জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ শহিদুল আলম স্বপন, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরা ও জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার সুজন প্রমূখ।