সোমবার ● ১৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পাবনা » সাঁথিয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
সাঁথিয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
পাবনা প্রতিনিধি :: (৩ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১.২৩মি.) পাবনার সাঁথিয়া উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। র্যাব জানায়, ১৬ জানুয়ারি সোমবার ভোরে সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর গ্রামে এই বন্দুকযুদ্ধ হয়। নিহতের ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৪০)। সে কাশীনাথপুর ইউনিয়নের বিলসলঙ্গি গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে।
র্যাব ১২ পাবনার কোম্পানী কমান্ডার বীনা রাণী দাস বলেন, র্যাব সদস্যরা হলুদঘর গ্রামে অভিযানে গেলে সেতুর পাশে থাকা সন্ত্রাসীরা গুলি করে।“র্যাব পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও বেশি কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে হাসপাতালে লাশের ছবি তুলতে র্যাব সদস্যরা বাধা প্রদান করেন। লাশের ছবি তুলতে না দেওয়ার কারন জানতে চাইলে পাবনা ক্যাম্প কমান্ডার জানান, লাশের ছবি তুলতে গেলে হাসপাতাল কতৃপক্ষের অনুমতি নিতে হবে। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মুন্সি আব্দুল কুদ্দুস বলেন নিহতের নামে ২০০৪/০৫ সালে ৩টি হত্যা মামলা রয়েছে। সেগুলো সাজাপ্রাপ্ত না খালাস তা তিনি জানাতে পারেনি।