সোমবার ● ১৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পঞ্চগড় » পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন
পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন
পঞ্চগড় প্রতিনিধি :: (৩মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মি.) দেশের সকল অসহায় শীতার্তদের সাহায্যে সরকার ও বিত্তবানদের আরো বেশি এগিয়ে আসা উচিত বলে অভিমত প্রকাশ করেছেন আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান।
তিনি বলেন, “মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য” প্রবাদটি আজ শুধু মুখে আর খাতা কলমে সীমাবদ্ধ আছে। এই প্রবাদটি বাস্তবরূপে আনতে পারলে আমাদের সমাজ ও দেশ আরো অনেক এগিয়ে যেত। তাই দেশের উত্তরবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলের অসহায় শীতার্তদের সাহায্যে দল-মত,ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকদের বিশেষ করে সরকার, সমাজের বিত্তবানদের আরো বেশি এগিয়ে আসা উচিত।
১৬ জানুয়ারি সোমবার দুপুরে ‘আদর্শ নাগরিক আন্দোলন ও বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অরগানাইজেশন’-এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার ভাউলাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র-বিতরনের সময় তিনি এসব কথা বলেন।
তিনি অত্র এলাকার শীতার্ত মানুষের কষ্ট নিজে অনুভব করে বলেন, এই উত্তরবঙ্গের মানুষ কতটা কষ্টে জীবন-যাপন করছে তা দূর থেকে অনুভব করা সম্ভব নয়। আমরা গত দুইদিনে এই অসহায় মানুষগুলির সাথে থেকে বুঝতে পেরেছি তারা কতটা কষ্টে জীবন-যাপন করছেন। তাই এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।
১নং চিলাহাটি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আনসারুল ইসলাম শিলুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের সংরক্ষিত সদস্য তানজিনা ইয়াসমিন মানিক, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, বিএনএসও’র উপদেষ্টা মাসুম বিল্লাহ, বিএনএসও’র সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আবু সাঈদ ইয়াছির, আদর্শ নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক এডভোকেট আল-আমীন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মাহি, অর্থ বিষয়ক সম্পাদক আবু সাঈদ পাটোয়ারী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মান্নান নাবিল ও মো. মনির হুসাইন প্রমূখ।
এদিকে ‘আদর্শ নাগরিক আন্দোলন ও বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অরগানাইজেশন এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার ভাউলাগঞ্জ, কালিগঞ্জ, দেবিগঞ্জ, কালিরহাট সহ বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।