সোমবার ● ১৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে মাতৃভাষা বিষয়ক ওরিয়েন্টশন
কাউখালীতে মাতৃভাষা বিষয়ক ওরিয়েন্টশন
কাউখালী প্রতিনিধি :: (৩মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫মি.) কাউখালী উপজেলায় বেসরকারী উন্নয়নমুলুক সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র কর্তৃক শিশুর ক্ষমতায়ন প্রকল্পের পরিচালিত মাতৃভাষার (মারমা ও চাকমা) স্কুলের কার্যক্রম সমাপনি উপলক্ষে এক ওরিযেন্টশন সভা ১৬ জুনুয়ারি সোমবার সকাল ১০টায় উপজেলা অফিসার ক্লাবে অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টশন সভা উপলক্ষে এক আলোচনা সভা আশিকা উন্নয়ন সংস্থার প্রকল্প সমম্বয়কারী সুখেস্বর চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচামং)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা, উপজেলা মহিলা সংরক্ষিত সদস্য নিংবাইউ মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিণয় চাকমা ও দাতা সংস্থা সেভ দ্যা চিলড্রেনের ম্যানেজার মিনাকি চাকমা প্রমুখ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আশিকা সংস্থার কর্মসুচি সমম্বয়কারী বিক্রম কিশোর খীসা, আশিকা কাউখালী উপজেলা প্রকল্প অফিসার অংশিলা মারমা, সাংবাদিক মো. ওমর ফারুক, মেম্বার উসাইন্দা মারমা, পাড়া কার্বারী উক্যজাই কার্বারী, আশিকা কাউখালী ফিল্ড অফিসার অং প্রু মারমা ,ফিল্ড অফিসার সৌরভ চাকমা ও মাষ্টার আশুতোষ চাকমা সহ কাউখালী উপজেলায় আশিকা এন জি ও কর্তৃক মাতৃভাষায় পরিচালিত ১৬টি স্কুলের সভাপতি, শিক্ষক - শিক্ষিকা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য যে, দাতা সংস্থা সেভ দ্যা চিলড্রেনের অর্থায়নে গত ২০১৫ সালের ফেব্রুয়ারী হতে দুই বছরের জন্য আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের ব্যাবস্থাপনায় কাউখালী উপজেলায় চাকমা, মারমা তাদের নিজস্ব মাতৃভাষায় মোট ষোলটি প্রাক-প্রাথমিক স্কুল পরিচালনা করে চলছেন এবং ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে এই পরিচালিত স্কুল ২য় পেজের কার্যক্রম সমাপনি উপলক্ষে এই ওরিয়েন্টশন সভার আয়োজন করা হয় বলে জানান।