মঙ্গলবার ● ১৭ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলায় কর্মরত সাংবাদিকদের বনভোজনের জন্য জেলা পরিষদের লক্ষ টাকা অনুদান
রাঙামাটি জেলায় কর্মরত সাংবাদিকদের বনভোজনের জন্য জেলা পরিষদের লক্ষ টাকা অনুদান
ষ্টাফ রিপোর্টার :: (৪মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১০মি.) রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত সাংবাদিক ও তাদের পরিবার পরিজনদের নিয়ে মনোরঞ্জন (বনভোজন) করার জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ তহবিল থেকে একলক্ষ টাকা প্রদান করা হয়েছে।
কিন্তু সরকারি অনুদানের অর্থে সাংবাদিক ও তাদের পরিবার পরিজনদের নিয়ে মনোরঞ্জন (বনভোজন) করার তালিকা থেকে স্থানীয় কয়েকটি সাংবাদিক সংগঠনের সাংবাদিকদের বাদ দেয়া হয়েছে।
জেলায় কর্মরত স্থানীয় সকল সাংবাদিকদের মনোরঞ্জন (বনভোজন) তালিকা থেকে বাদ পরা সাংবাদিকরা এবিষয়ে ভারতে চিকিৎসা নিতে যাওয়ার আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে জেলায় কর্মরত দলমত নিবিশেষে সকল সাংবাদিকদের বনভোজের জন্য এক লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে এবং এই অর্থ রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি শাখাওয়াৎ হোসেন রুবেল এর কাছে হস্থান্তর করা হয়েছে।
বিষয়টি নিয়ে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সদস্য ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি শাখাওয়াৎ হোসেন রুবেল এর সাথে যোগযোগ করা হলে তিনি রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত সাংবাদিক ও তাদের পরিবার পরিজনদের নিয়ে মনোরঞ্জন (বনভোজন) করার জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ তহবিল থেকে একলক্ষ টাকা পাওয়ার কথা স্বীকার করেন।
জেলায় কর্মরত স্থানীয় সকল সাংবাদিকদের মনোরঞ্জন (বনভোজন) তালিকা থেকে বাদ পরা সাংবাদিকদের বিষয়ে জানতে চাওয়া হলে দৈনিক পূর্বোকোণ রাঙামাটি জেলা প্রতিনিধি ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি শাখাওয়াৎ হোসেন রুবেল বলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা’র সময়কালে তিন বছর আগে সাংবাদিকদের যে তালিকা করা ছিলো সেই তালিকা অনুসারে এবার সাংবাদিকদের বনভোজনের তালিকা করা হয়েছে।
এই তালিকায় রাঙামাটি প্রেস ক্লাব, রাঙামাটি রিপোর্টাস ইউনিটি, রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন ও রাঙামাটি সাংবাদিক ফোরাম রয়েছে বলেও জানান সাংবাদিক নেতা শাখাওয়াৎ হোসেন রুবেল।
তার কয়েকজন অনুসারিদের মধ্যে থেকে একজন নাম প্রকাশ না করার শর্র্তে বলেন এক বছর আগে যে কয়েকটি সাংবাদিকদের সংগঠন গঠন করা হয়েছে তালিকায় সে সব সাংবাদিক সংগঠনের লোকজনদের নাম রয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত স্থানীয় সকল সাংবাদিকদের বনভোজনের জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ তহবিল থেকে একলক্ষ টাকা প্রদান করা হয়েছে কিন্তু একটি পক্ষ জেলায় কর্মরত স্থানীয় অনেক সাংবাদিকদের বনভোজন তালিকা থেকে বাদ দেয়ার বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে রাঙামাটি প্রেস ক্লাবের কয়েকজন সাংবাদিক বলেন সরকারি টাকায় বনভোজন করা হবে তালিকায় যারা পেশাগত সাংবাদিক ও নিয়মিত এই পেশায় কাজ করে তাদের কোন ধরনের বৈষম্য ছাড়া অন্তভুর্ক্ত করা উচিত।
রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি হয়ে শাখাওয়াৎ হোসেন রুবেল কেবল মাত্র তার কয়েকজন অনুসারিদের নিয়ে বৈঠক করে রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত সাংবাদিকদের বনভোজনের তালিকা করায় মিশ্র প্রতিক্রিয়া জানান স্থানীয় সিনিয়র সাংবাদিকরা।
এছাড়া রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি হয়ে শাখাওয়াৎ হোসেন রুবেল একাই সকল সরকারি - বেসরকারি সুযোগ - সুবিধা নিয়ে সাংবাদিক হিসেবে পার্বত্য অঞ্চলের বাঙ্গালীদের কাছে বির্তকিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএনডিপি-সিএইচটিডিএফ) এর অর্থায়নে যুক্তরাষ্ট্র (আমেরিকা),ভারত ভ্রমন ও সরকারি এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের টাকায় চীন ও ভারত ভ্রমন করা জেলার অন্য সাংবাদিকদের প্রতি পেশাগত হুমকি এবং স্বেচ্চারিতার সামিল বলে মনে করছেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত সাংবাদিকদের কথা বলে শাখাওয়াৎ হোসেন রুবেল ও তার অনুসারিরা প্রতি বছর একশত মেট্রিক টন খাদ্য শষ্য গ্রহন করেন বলেও তাদের দাবি।
রাঙামাটি প্রেস ক্লাবের সদস্যরা বলেন শাখাওয়াৎ হোসেন রুবেল রাঙামাটি জেলার একজন সিনিয়র সাংবাদিক তার কাছ থেকে কেউ বা সাংবাদিকরা বৈষম্যমূলক কার্মকান্ড আশা করেন না।