বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গা শিবির পরিদর্শনে ৩ দেশের রাষ্ট্রদূত
রোহিঙ্গা শিবির পরিদর্শনে ৩ দেশের রাষ্ট্রদূত
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: (৫মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.৫৮মি.) বাংলাদেশের মিয়ানমার সংলগ্ন সীমান্ত উপজেলা উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ৩ দিনের সফর সম্পন্ন করেছেন সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল, ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যানে ফুগল এস্কায়ের ও নরওয়ে’র রাষ্ট্রদূত মেরেট লূনডেমা।
১৫ জানুয়ারি রবিবার কক্সবাজার পৌছেঁই জেলা প্রশাসন ও ত্রান ও শরনার্থী পত্যাবাসন কমিশনার (আরআরআরসি)’র দায়িত্বশীল সহ বিজিবি,এনজিও প্রতিনিধিদের সাথে বৈঠক বসেন।
১৬ জানুয়ারি সোমবার সকালে টেকনাফের নয়াপাড়া শরনার্থী শিবির, লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শিবির ও সাম্প্রতিক সময়ে মিয়ানমারের বর্বরতার শিকার হয়ে আসা নতুন রোহিঙ্গাদের সাথে কথা বলেন। বিকালে এ প্রতিনিধি দল জাদিমোড়া রোহিঙ্গা পল্লীসহ নতুন রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেন।
১৭ জানুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নরওয়ে,ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতরা উখিয়ার কুতুপালং ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে এনজিও প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠকে রোহিঙ্গাদের হাল অবস্থা সম্পর্কে জানতে চান।
এ সময় ক্যাম্প ইনচার্জ মো. শামশুদ্দোজ্জা নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গাদের জীবন যাপনের কথা তুলে ধরেন।
পরে তিন দেশের রাষ্ট্রদূত কুতুপালং বনভূমির পাহাড়ে ঝুঁপড়ি বেঁধে আশ্রয় নেয়া রোহিঙ্গা বস্তি ঘুরে দেখেন। তারা রোহিঙ্গাদের সংকট সমস্যা ও জীবন জীবিকা সম্পর্কে রোহিঙ্গাদের সাথে সরাসরি কথা বলেন এবং অবহিত হন।
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বস্তি পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুুল হক টুটুল, সহকারি পুলিশ সুপার (ডিএসবি) কাজী হুমায়ুন রশিদ ও উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের সহ বিভিন্ন এনজিও প্রতিনধি উপস্থিত ছিলেন।