বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে তরুণীকে ধর্ষনের ঘটনায় সাংবাদিক সম্মেলন
আলীকদমে তরুণীকে ধর্ষনের ঘটনায় সাংবাদিক সম্মেলন
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৫মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০০মি.) পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে পাহাড়ি এক তরুনীকে ধর্ষনের ঘটনার মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) আলীকদম উপজেলা শাখার নেতাকর্মীরা।
১৮ জানুয়ারি বুধবার সকাল এগার ঘটিকায় আলীকদম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন শেষে সাংবাদিক সম্মেলন করেছে সংগঠন দুটির নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আলীকদম শাখার সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাইনথফ ম্রো, সাধারণ সম্পাদক চাথোয়াইমং মার্মা, নির্বাহী সদস্য ফিলিপ ত্রিপুরা, উচ্চত মনি তংচংগ্যা, রিতা ত্রিপুরা ও বাচিংনু মার্মা প্রমূখ।
এদিকে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক চাথোয়াইমং মার্মা।
বক্তব্যে তিনি পুলিশ প্রশাসনের তৎপরতার প্রসংশা করে বলেন, পুলিশ যথাসময়ে মামলা নথিভুক্ত করেছেন এবং আসামীদেরকে আটক করেছেন। তবে ঘটনার সাথে আরো কেউ সংশ্লিষ্ঠ আছে কিনা তা তদন্ত করে অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে হবে। আগামী ৭২ ঘন্টার মধ্যে ঘটনার সাথে সংশ্লিষ্ঠদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন না করলে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেওয়া হয়।
বক্তব্যে তিনি আরো বলেন দীর্ঘ প্রায় ৩ থেকে ৪ মাস যাবত অভিযুক্তদের সাথে ওই ছাত্রীর দৈহিক সম্পর্ক চলমান। কিন্তু হোস্টেল কর্তৃপক্ষ এসব কিছু জেনেও এর বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নেয় নাই। এক প্রশ্নের জবাবে তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এই ঘটনার সাথে হোস্টেল সুপার সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরাও জড়িত থাকতে পারে। অচিরেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরো কঠোর কর্মসূচী গ্রহন করা হবে এবং দ্রুত বিচার কার্য শুরু করার জন্যও জোর দাবি জানানো হয়।
উল্যেখ্য গত ১৩ জানুয়ারী আলীকদম উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে উপজেলার পাট্টকাইয়া এলাকার আবুল কালাম এর ছেলে মো. মিজানুর রহমান ও একই এলাকার শীলবুনিয়া পাড়া এলাকার মো. ছৈয়দ হোসেন এর ছেলে মো. সাইফুল নামক দুই যুবককে আটক করে আলীকদম থানা পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে আলীকদম থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। পন্যগ্রাফি নিয়ন্ত্রন আইন ৮ এর ১, ৮ এর ২ ও ৮ এর ৭ এবং নারী নির্যাতন দমন আইন- ৯ এর ১ ধারায় আলীকদম থানায় দায়েরকৃত মামলা নম্বর ৪ তারিখ ১৪ জানুয়ারি ২০১৭ ইংরেজি।