বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে অগ্নিকাণ্ডে ভাড়াবাড়ির ২০ কক্ষ পুড়ে ছাই
গাজীপুরে অগ্নিকাণ্ডে ভাড়াবাড়ির ২০ কক্ষ পুড়ে ছাই
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫মাঘ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৬মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্য চান্দনা এলাকায় ১৭ জানুয়ারি মঙ্গলবার রাতে এক অগ্নিকাণ্ডে ভাড়াবাড়ির ২০টি কক্ষ আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের লিডার মো. হুমায়ুন চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, রাত সোয়া ৭টার দিকে মধ্য চান্দনা এলাকার হাজী আব্দুল বারেকের ভাড়া বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ২০টি ঘর ও টিভি-আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান জিনিস পুড়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আগুন নিয়ন্ত্রণ করে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. রফিকুজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।