বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বরগুনায় শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে প্রধান শিক্ষিকা
বরগুনায় শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে প্রধান শিক্ষিকা
বরগুনা প্রতিনিধি :: (৫মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৮মি.) বরগুনার সদর উপজেলার বাওয়ালকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফজিলাতুন নেছা চায়না’র বিরুদ্ধে পঞ্চম শ্রেণিতে অধ্যায়নরত তারেক (১১) নামের এক শিক্ষার্থীকে বাশেঁর লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থী তারেককে ১৮ জানুয়ারি বুধবার দুপুরে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায় বিদ্যালয় মাঠে শিশুরা খেলাধুলা করা অবস্থায় তৃতীয় শ্রেণির মিম নামের এক ছাত্রী অসুস্থ হয়ে পরে। বিষয়টি দেখতে পেয়ে পঞ্চম শ্রেণির ছাত্র তারেক মিমের বাবা মা’কে খবর দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক ফজিলাতুননেসা চায়না তারেককে নিজ কক্ষে ডেকে এনে বাঁশের লাঠি দিয়ে বেধরক পিটিয়ে আহত করেন। খবর পেয়ে তারেকের বাবা চুন্নু দফদার বিদ্যালয়ে এসে ঘটনার প্রতিবাদ করলে প্রধান শিক্ষক তাকেও অশালিন গালাগাল করেন। পরে তিনি ছেলেকে বরগুনা জেনারেল হাসাপাতালে ভর্তি করান।
বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কমরেশ দেবনাথ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন তারেক এর ডান হাতের বাহুর মাংশপেশী বাম হাটুতে আঘাতে চিহ্ন রয়েছে। এছাড়া ও বাম হাতের মধ্যমা আঙুলের হারে গুরুতর হারে যখম হয়েছে। এক্সরে করার পরামর্শ দেয়া হয়েছে। এক্সরে প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে ভেঙেছে কিনা।
তারেক এর বাবা চুন্নু দফাদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন আমার ছেলে এমন কোনো অন্যায় করে থাকলে অভিভাবক হিসেবে আমি তার বিচার করতে পারতাম।
তিনি ( প্রধান শিক্ষক) ছেলেকে নির্মমভাবে পিটিয়ে আহত করতে পারেন না। বিশেষ করে যেখানে বিদ্যালয়ে লাঠি ব্যবহারের অনুমতি নেই ।
বাওয়ালকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজিলাতুন্নেসা চায়না পেটানোর বিষয়টি অস্বীকার করে মুঠোফোনে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন আসলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার প্রস্ততির জন্য বাচ্চারা মাঠে খেলাধূলা করছিল। এতে তারেক সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি তারেক এর সাথেই আছি। চিকিৎসা-সহ সবধরনের সহযোগীতা করছি।
বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আছাদুজ্জামান মুঠোফোনে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন বিষয়টি শুনেছি। তবে অভিভাবকদের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষ নিয়মানুসারে ব্যবস্থা নেয়া হবে।