বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাবতলীতে কৃষক সমিতির সংগ্রহ কেন্দ্র পরিদর্শন
গাবতলীতে কৃষক সমিতির সংগ্রহ কেন্দ্র পরিদর্শন
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: (৫মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৫০মি.) ১৮ জানুয়ারি বুধবার বগুড়ার গাবতলী নেপালতলীতে ডিএই ডানিডা সহযোগিতায় আকন্দপাড়া আইসিএম কৃষক সমবায় সমিতি লিমিটেডের আইএফএমসি কৃষক মাঠ স্কুল সংগ্রহ কেন্দ্র (কালেকশন পয়েন্ট) পরিদর্শন করেন আইএফএমসি প্রকল্প পরিচালক ড. আবু ওয়ালী রাগিব হাসান।
এ উপলক্ষে কৃষক সমিতির সভাপতি সঞ্চয় মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আইএফএমসি উপ-প্রকল্প পরিচালক মৃত্যুঞ্জয় রায়, এডিএই বগুড়া অঞ্চল হযরত আলী, ডিডিএই বগুড়া পুতুল চন্দ্র সরকার, রাজশাহী আঞ্চলিক আইএফএমসি কো-অডিনেটর হাবিবুল হক, সিডিও আব্দুর রাজ্জাক, গাবতলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার, রাকাব গাবতলী শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী হায়দার, ইউপি চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বিধান চন্দ্র রায়, মোস্তাফিজার রহমান, মুন্তেজার রহমান, লাল তীর সীড লিমিটেড ডিভিশনাল ম্যানেজার সাদেকুর রহমান সাদিক ও এরিয়া ম্যানেজার আনিছুর রহমান।
আরো বক্তব্য রাখেন সমিতি সদস্য গোবিন্দ, অভিজিৎ, শুশিল, জার্গত, সন্ধ্যা, সোনামনি ও শীবেশ্বরী প্রমূখ।
কৃষকদের সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (আইএফএমসি) সংগ্রহ কেন্দ্র (কালেকশন পয়েন্টে)’র একটি টমেটো ক্ষেত পরিদর্শন শেষে র্ভামি কম্পোষ্ট সার উৎপাদন প্রযুক্তি কার্যক্রম উদ্বোধন করেন।