বৃহস্পতিবার ● ১৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপে ইউপি প্রজেক্টের মেয়াদ সমাপ্তির অবহিত করন কর্মশালা
সন্দ্বীপে ইউপি প্রজেক্টের মেয়াদ সমাপ্তির অবহিত করন কর্মশালা
সন্দ্বীপ প্রতিনিধি :: (৬ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৩মি.) রি-কলপ্রজেক্টের এসডিআই’র মেয়াদ সমাপ্তি বিষয়ে অবহিতকরন কর্মশালা আজ ১৯ জানুয়ারি মুছা পুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম।
প্রকল্পের ট্যাকনিক্যাল অফিসার জোস্না খাতুনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব আব্দুল হালিম, ইউপি সদস্য মোস্তানছের বিল্ল্যাহ, মিলাদুর রহমান, কুলছুমা বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা, কবি ও সাংবাদিক বাদল রায় স্বাধীন, এফএফ মালতি সরকার সিবিও সদস্য ফাতেমা বেগম, নুরজাহান বেগম প্রমুখ।
বক্তারা বলেন রি-কল প্রজেক্ট দীর্ঘ ৬ বছরের অধিক সময় ধরে সন্দ্বীপের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অনেক উন্নয়ন সাধন করেছে। বিশেষ করে অনেক গুলো টিউবওয়েল স্থাপন, নারী বান্ধব গোসলখানা তৈরি, স্যানিটারী ল্যাট্রিনপ্রদান রাস্তা উচুকরন, স্কুল মাঠ উচু করন, পন্ডস এন্ড ফিল্টার, স্কুল ল্যাট্রিন স্থাপন, বাজার উন্নয়ন, পুকুর পূনঃখনন, গাভী প্রদান, মুরগী প্রদান, ব্যবসা শুরুর মুলধন প্রদান ইত্যাদি দৃশ্যমান কাজসহ নারী নেতৃত্ব বিকাশে যেসমস্ত ভুমিকা রেখেছে তা আমাদের কাছে প্রশংসার দাবী রাখে। তাই এ প্রকল্পের সমাপ্তি ঘটলেও অন্য প্রকল্প গ্রহনের মধ্যদিয়ে যাতে আমাদের এলাকার উন্নয়ন ধারা অব্যাহত রাখে সে বিষয়ে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে।