বৃহস্পতিবার ● ১৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মানবাধিকার ও উন্নয়ন শীর্ষক আলোচনা সভা
গাইবান্ধায় দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মানবাধিকার ও উন্নয়ন শীর্ষক আলোচনা সভা
গাইবান্ধা প্রতিনিধি :: (৬মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০০মি.) বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ১৯ জানুয়ারি সকাল ১১টায় ফুলছড়ি উপজেলার ৩নং উদাখালী ইউনিয়ন পরিষদ হলরুমে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মানবাধিকার ও উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন যদু লাল রবিদাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান, ৩নং উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফুলছড়ি উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ও রবিদাস উন্নয়ন পরিষদ গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব ও ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি।
বক্তারা রাখেন দলিত জনগোষ্ঠীর জন্য বিশেষ পরিকল্পণা গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
বক্তরা বৈষম্য বিলোপ আইন দ্রুত বাস্তবায়নের দাবী সহ গাইবান্ধা জেলা অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের থাকার দাবী জানান।এরআগে ফুলছড়ি উপজেলা পূজা উৎযাপন কমিটি সম্মানিত সভাপতি মঙ্গল প্রদীপ ও দলিত শিক্ষার্থীদের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটির শুরু করেন।
বঞ্চিত জনগোষ্ঠীর মানবাধিকার ও উন্নয়ণ শীর্ষক আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠনটি সঞ্চলনা করেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এর অন্যতম সংগঠক রাজেশ বাঁশফোড়।